বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভোট পর্ম চলাকালীন বিভিন্ন সময়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম-এ কারচুপির অভিযোগ করেছেন। আর এদিন তৃণমূলের তরফ থেকে বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ করা হয়েছে। তাদের অভিযোগ, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত রঘুনাথপুরে ইভিএম-এ কারচুপি করা হয়েছে।

বিজেপির ট্যাগসহ ইভিএমের ছবি শেয়ার করার সময় তৃণমূল দাবি করেছে, পাঁচটি ইভিএম-এ বিজেপির নামে ট্যাগ রয়েছে। তৃণমূলের তরফে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।

এব্যাপের নিজেদের এক্স হ্যান্ডেলে তৃণমূল লিখেছে, বিজেপি ইভিএমে কারচুপি করেছে, তা তাদের নেত্রী বারে বারে অভিযোগ করেছে। এদিন বাঁকুড়া লোকসভার অন্তর্গত রঘুনাথপুরে বিজেপির ট্যাগসহ-পঁচটি ইভিএম পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গের শাসকদলের তরফে।

বিজেপির বিরুদ্ধে নির্বাচনী প্রক্রিয়ায় বাধ তৈরির অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, লোকসভা নির্বাচনে ব্যবহৃত ইভিএমগুলি পরিবর্তনের চেষ্টা করছে বিজেপি। তিনি দাবি করেছিলেন, ২০১৯-এ নিখোঁজ ইভিএমগুলির সঙ্গে বর্তমান ইভিএমগুলির পরিবর্তন করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফায় ভোটারদের ভোটের পরিসংখ্যান হঠাৎ বেড়ে গিয়েছে বলে অভিযোগ তৃণমূল-সহ বিরোধীদের। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যেসব জায়গায় বিজেপি কম ভোট পায়, সেইসব জায়গায় ৫.৭৫ শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে। তৃণমূল সুপ্রিমো এব্যাপারে প্রশ্ন করে বলেছিলেন, কীভাবে ভোটের শতাংশ এতটা বাড়ল, কোন সংস্থা ইভিএম তৈরি করে এবং এইসব মেশিনে ব্যবহার করা চিপগুলিই বা কীভাবে তৈরি হয়? তিনি আরও বলেছিলেন প্রায় ১৯ লক্ষ ইভিএম দীর্ঘদিন ধরে নিখোঁজ। এইসব ইভিএমে ভুয়ো তথ্য প্রবেশ করে এবার যেসব ইভিএম ব্যবহার করা হয়েছে, সেইসব জায়গায় রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *