বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভোট শুরু আগেই গতকাল রাতে মৃত্যু হল এক তৃণমূল নেতার। মৃতের নাম শেখ মইবুল( ৪২)। বাড়ি মহিষাদলের বেতকুন্ডুতে। অভিযোগের তীর বিজেপির দিকে।
বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে। গতকাল বিকেলে বিজেপির নেতা কর্মীদের সাথে কথা কাটাকাটি পরে সংঘর্ষ বাঁধে। রক্তাক্ত অবস্থায় মইবুলকে স্থানীয় মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তমলুক রেফার করা হয়। সেখানেই তার মৃত্যু হয় গতরাতে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।নিজেদের গোষ্ঠী কোন্দলে ফলে মৃত্যুর ঘটনা ঘটেছে।রাজ্যের পঞ্চম দফা পর্যন্ত অবাদ ও শান্তি পূর্ণ ভোট হলেও ষষ্ঠ দফা থেকে সংঘর্ষ, অগ্নি সংযোগ মৃত্যুর মতো ঘটনা ঘটে চলেছে।