বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের এক রাজনৈতিক সভা থেকে বেশ কিছু হিন্দু ধর্মের সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন, তার রেশ কাটছেই না। এবার বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আদালতে অভিযোগ জানানো হলো।
বিশ্ব হিন্দু পরিষদের মূল অভিযোগ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যর পড়ে আক্রমন হবে বিভিন্ন হিন্দু ধর্মের প্রতিষ্ঠানের উপর। বুধবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছ বিশ্ব হিন্দু পরিষদ। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করুক হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে হবে শুনানি। বহরমপুরের কার্তিক মহারাজ সম্পর্কে তিনি বলেন, আমি শুনেছি উনি বলেছেন, তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না। তাঁকে আমি সাধু বলে মনে করি না। তিনি সরাসরি রাজনীতি করছেন। দেশের সর্বনাশ করছেন। এই মন্তব্য থেকে বিতর্কের সূত্রপাত। কিন্তু সেই বিতর্ক সমানে চলেছে।
এই নিয়ে পথে নেমেছে বিভিন্ন হিন্দু ধর্মের প্রতিষ্ঠান। মমতার মন্তব্যের পর সাক্ষাৎকারে কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপ্তানন্দ স্পষ্ট বলেছিলেন, তিনি এমন কোনও বক্তব্য রাখেননি কখনও। তিনি বলেন, “আমি কোনও জায়গায় এই রকম বক্তব্য রাখিনি। আমার পক্ষে অসম্ভব। আমি কোনও রাজনৈতিক দলের লোক নই। আমি সন্ন্যাসী। তবে আমি হিন্দু। আর হিন্দু ধর্মের উপর যখন আঘাত আসে আমি প্রতিবাদ করি।” এখন দেখার আদালতের পর্যবেক্ষণ কি হয়?