বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
নেপাল থেকে শিলিগুড়ি আসছিল বিপুল পরিমানে প্রসাধনী সামগ্রী।আজ সেই সামগ্রী যাচ্ছিল বাগডোগরা থেকে বাইরে,আর খবর পেয়ে প্রসাধনী সামগ্রী সহ দুজনকে আটক করল পুলিশ।আজ বিনয় শেরপা এবং রবি শেরপা বাগডোগরা হয়ে কলকাতা যাচ্ছিল প্রায় আনুমানিক সাত লক্ষ টাকার সামগ্রী নিয়ে।আজ সকাল নটার সময় বাগডোগরাতে প্রসাধনী সামগ্রী নিয়ে কলকাতা যাবার জন্য তৈরী হচ্ছিল।সেই সময় তাদের আটক করে পুলিশ। বিভিন্ন ধরনের পাউডার এবং নেলপালিশ ছাড়াও ছিল মহিলাদের জন্য পারফিউম। কয়েকটি বাষ্ক ছাড়াও দুটি ব্যাগ আটক করে পুলিশ। দুজনকে জেরা করে জানতে পারা গেছে এর আগেও বহুবার তারা এই ধরনের প্রসাধনী সামগ্রী পাচার করেছিল। অবশ্য এর আগে তারা বাসে করে এই ধরনের সামগ্রী পাচার করে আসছিল।এইবারই প্রথম তারা বিমানে করে প্রসাধনী সামগ্রী পাচারের পরিকল্পনা করছিল। যখন তারা বিমানের জন্য অপেক্ষায় ছিল তখনই তাদের ধরে ফেলে পুলিশ।আরো জানা গেছে তারা শিলিগুড়ির প্রধাননগরে একটি বাড়িও ভাড়া করেছিল তারা।সেখান থেকেই তারা পাচারের পরিকল্পনা করত বলে জানিয়েছে পুলিশ।আগামীকাল তাদের শিলিগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গেছে।