বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের মাঠ ও পরিকাঠামোর সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে চিফ গভর্নমেন্ট আর্কিটেক্ট, পি ডব্লিউ ডি-র বাস্তুকার, কমিশনার ও সচিব শিলিগুড়ি পুর নিগম সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠক এবং পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
আজ দুপুরে তারা কাঞ্চনজংঘা ষ্টেডিয়াম পরিদর্শন করেন।তারা গোটা মাঠ আধিকারিকদের নির্দেশ দিয়ে জানান আমাদের লক্ষ্য এই ষ্টেডিয়ামের মাঠকে খেলার উপযুক্ত করে তোলা। যাতে আগামীদিনে মানুষ আরো বেশীভাবে ষ্টেডিয়ামের দিকে আসতে আকর্ষন বোধ করেন। বিগত বছরগুলিতে এই ষ্টেডিয়ামে বহু নামকরা প্রতিযোগিতা হয়ে গেছে।যেটা আগামীতেও হবে। তাই আমাদের লক্ষ্য যাতে এই ষ্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের তৈরী করে রাখা যায়। নিজের মাঠে বড় খেলা দেখতে কার না ভালো লাগে। আমরা চাই আমাদের ষ্টেডিয়ামকে সবাই চিনুক এবং জানুক যাতে সারা পৃথিবী জুড়ে এই ষ্টেডিয়ামের সুনাম ছড়িয়ে পড়ে। ডেপুটি মেয়র এদিন অনেকক্ষন মাঠে ছিলেন। তিনিও আধিকারিকদের সাথে কথা বলেন অনেকক্ষন।