বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আবগারি দপ্তরের হানা দেওয়ার ফলে শিলিগুড়ি থেকে উদ্বার হল প্রায় 60লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ। বন দপ্তরের কাছে খবর যায় শিলিগুড়ি থেকে এই কাঠ পাচার করা হচ্ছে বাইরে।
সেই কথা শুনেই হানা দেয় বন দপ্তর। হানা দিয়ে উদ্বার করে চোরাই সেগুন কাঠ সহ অনেক বে আইনী কাঠ। বেআইনী কাঠের সাথে সাথে উদ্বার করা হয় বেশকিছু অবৈধ কাগজ পত্র। বন দপ্তরের কাছ থেকে জানা গেছে বেশ কিছুদিন থেকেই তাদের কাছে খবর ছিল চোরাই কাঠ পাচার করা হচ্ছে।তাই সকালেই বন দপ্তরের কর্মীরা গিয়ে উপস্থিত হন।এবং হাতে নাতে ধরে ফেলেন।তবে উদ্বার করা কাঠ গুলি কোথায় যাচ্ছিল সেটা জানা যায় নি এখনো।