বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাড়ি স্টেশন থেকে অনেক দূরে? ভাবছেন স্টেশনে পৌঁছে টিকিট কাটতে কাটতে ট্রেন বেরিয়ে যেতে পারে? এখন আর কোনও চিন্তা নেই।
মুসকিল আসান সমাধান নিয়ে এসেছে পূর্ব রেল। এই সিদ্ধান্তে বহু মানুষ উপকৃত হবেন। এমনটাই মনে করছে রেল (Indian Rail) ।
বাড়ি স্টেশন থেকে যত দূরেই হোক না কেন, এখন থেকে UTS অন মোবাইল অ্যাপের (Mobile App) মাধ্যমে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন। ট্রেনের সাধারণ শ্রেণিতে ভ্রমণকে আরও সহজ করতে, UTS অন মোবাইল অ্যাপে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের ফলে এখন যাত্রীরা যে কোনও স্থান থেকে গন্তব্যের টিকিট পেতে পারবেন। ফলে টিকিট কাঁটা নিয়ে আর কোনও সমস্যা রইল না যাত্রীদের।
বলে রাখা প্রয়োজন, আগে এই অ্যাপে ২০ কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল। অর্থাৎ যদি কোনও যাত্রী (Indian Rail) কোনও স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরে থাকেন, তবেই তিনি UTS অন মোবাইল অ্যাপে টিকিট নিতে পারতেন। এতে অনেক ক্ষেত্রেই যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হয়। এখন এই নিষেধাজ্ঞা সরানো হয়েছে। এখন যাত্রীরা যে কোনও স্থান থেকে টিকিট নিতে পারবেন।
শুধুমাত্র যদি কোনও যাত্রী প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেনে ভ্রমণ করেন, তবে তিনি UTS অন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন টিকিট কাটতে পারবেন না। মূলত বিনা টিকিটে রেল সফর বন্ধ করতেই এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি রেলের। শুধু তাই নয়, রেলের তরফ বিশেষ এক প্রচেষ্টার কথাও বলা হচ্ছে।
আর তা হল অনলাইনের মাধ্যম, পেপারলেস টিকেটিং, ডিজিটাল বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। শুধু তাই নয়, পরিবেশ সুরক্ষায় যাতে কিছু অবদান রাখা যায় সেজন্য এহেন পদক্ষেপ বলেও দাবি করা হয়েছে।
পূর্ব রেল (Indian Rail) জানাচ্ছে, নিত্যযাত্রীদের স্বাচ্ছন্দে যে কোনও উদ্যোগ নিতে বদ্ধপরিকর। তা সে অনলাইন অ্যাপ-ই হোক, অথবা স্টেশন পরিকাঠামোই হোক – সমস্ত প্যাসেঞ্জার অ্যামেনিটিজ এবং সার্ভিসেসকে আরও উন্নত করা হচ্ছে। এমনকি সহজলোভ্য করা হচ্ছে বলেও দাবি রেলের। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিত্যযাত্রীরা।