বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আগামী ২০ তারিখ অর্থাৎ সোমবার পঞ্চম দফার নির্বাচন বাংলায়। একাধিক গুরুত্বপূর্ণ আসনে নির্বাচন রয়েছে। আর তার আগে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। এমনকি আজ বৃহস্পতিবার বর্ধমানের মন্তেশ্বরে একটি রহস্য মৃত্যুর ঘটনাও ঘটেছে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। একের পর এক ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি।
এই অবস্থায় নড়েচড়ে বসল নির্বাচন কমিশন (Election Commission of India)। রহস্যমৃত্যুর ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। অন্যদিকে শাসনে থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি। সেই ঘটনাতেও বিস্তারিত রিপোর্ট পুলিশ প্রশাসনকে জমা দিতে বলেছে। বিস্তারিত রিপোর্ট দেখেই ব্যবস্থা বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, আজ বৃহস্পতিবার সকালে বিজেপির পোলিং এজেন্ট অভিজিৎ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গত ১৩ তারিখ বর্ধমান-দুর্গাপুরে ভোট ছিল। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের হয়ে এজেন্টের কাজ করেন। এরপরেই আজ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
বিজেপির অভিযোগ, অভিজিৎকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের দিকে। অন্যদিকে ডায়মন্ড হারবারের পূজালিতে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ। বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ বিজেপির। যদিও এই দুটি ঘটনাতেই সক্রিয় ভূমিকায় নির্বাচন কমিশন।
অন্যদিকে এদিন সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় শাসনে। আইএসএফের পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘাতের সূত্রপাত। আর তা নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে আইএসএফ এবং তৃণমূলের নেতা-কর্মীরা। এর মধ্যেই সেখানে পউছন বিধায়ক নৌসদ। পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। থানায় ঢুকে পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন আইএসএফ বিধায়ক। বিষয়টি খতিয়ে দেখছেন নির্বাচন আধিকারিকরা।
বলে রাখা প্রয়োজন, ২০ মে পঞ্চম দফায় মোট ৭ আসনে নির্বাচন। ভোট হবে আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর এবং হুগলি লোকসভা। কড়া নিরাপত্তার মোড়কে ভোট করাতে চায় কমিশন।