বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:দিল্লির আবগারি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত জেলের বাইরে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে এই মামলায় ইডির অ্যাকশন জারি রয়েছে। এদিন ইডির তরফে হাইকোর্টে বলা হয়েছে, আম আদমি পার্টিকেও আবগারি মামলায় পরবর্তী চার্জশিটে অভিযুক্ত করা হবে।
দিল্লি হাইকোর্টকে ইডি জানিয়েছে, অনেক অভিযুক্ত এই মামলার শুনানি বিলম্বিত করার চেষ্টা করছেন। দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আবেদনের শুনানি চলাকালীন ইডির আইনজীবী হাইকোর্টে এই কথা বলেন। ইডির তরফে সিসোদিয়ার জামিনের আবেদনের বিরোধিতা করে বলা হয়েছে, অভিযুক্তরা আবগারি মামলার শুনানি বিলম্বিত করার চেষ্টা করছেন।
প্রসঙ্গত উল্লেখ্য দিল্লির আপ সরকার ২০২১ সালে নতুন আবগারি নীতি চালু করে। কিন্তু ২০২২ সাল নাগাদ সেই নীতি প্রশ্নের মুখে পড়ে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে স্যাক্সেনা ওই নীতি তৈরি এবং বাস্তবায়নে অনিয়মের অভিযোগ করে সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন। পরবর্তী সময়ে সিবিআই-এর পাশাপাশি ইডিও অনিয়মের অভিযোগের মামলা নথিভুক্ত করে। পরে দিল্লির সরকারও আবগারি নীতি বাতিল করে।
দিল্লির আবগারি নীতির সঙ্গে সম্পর্কিত অর্থ তছরুপের মামলায় গত মার্চে ইডি গ্রেফতার করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তিনি প্রথমে গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করলে, তা বাতিল হয়ে যায়। এরপর গত ১০ মে সুপ্রিম কোর্ট তাঁকে অন্তর্বর্তী জামিন দেয়। এক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ২ জুন আত্মসমর্পণ করতে হবে।
দিল্লি আবগারি মামলায় ইডি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ছাড়াও, আপ সাংসদ সঞ্জয় সিং এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মনীস সিসোদিয়াকে গ্রেফতার করে। এর মধ্যে সঞ্জয় সিং এবং অরবিন্দ কেজরিওয়াল জামিন পেলে গেলেও, মনীশ সিসোদিয়া এখনও জেলেই রয়েছেন।