বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভয়ঙ্কর বিপর্যয় রাজস্থানে। তামার খনিতে আটকে গিয়েছে লিফট। লিফটের তার ছিঁড়ে দুর্ঘটনা। তাতে আটকে রয়েছেন ১৪। এঁদের মধ্যে কলকাতা থেকে যাওয়া সদস্যরাও রয়েছেন। মঙ্গলবার রাতেই এই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল সেখানে পৌঁছে গিয়েছেন।
রাত থেকেই খাবার এবং জল পাঠানো হচ্ছে ভেতরে। রাজস্থানের ঝুনঝুন জেলার তামার খনিতে গতকাল রাতের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে এখনও পর্যন্ত তিন জনকে উদ্ধার করা হয়েছে। তামার খনির প্রায় ৫৭৭ মিটার গভীরে আটকে রয়েছে ভিজিল্যান্স টিমটি।
হিন্দুস্তান কপার লিমিটেড কোম্পানির খনিটি। তাতে রক্ষনাবেক্ষণ কেমন হয় সেটা পর্যবেক্ষনের জন্যই কলকাতা থেকে ভিজিল্যান্স টিম গিয়েছিল। রাতেই তাঁরা খনিতে নেমেছিলেন। তখনই ঘটে বিপর্যয়। কলকাতার এই ভিিজল্যান্স টিমে ক্ষেত্রী কপার লিমিটেডের কয়েকজন উচ্চ পদস্থ অফিসারও ছিলেন। তাঁরাও আটকে রয়েছেন খনির ভেতরে।
দীর্ঘ ১২ ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর খনির ভেতরে আটকে থাকা ১৫ জনকেউ উদ্ধার করা গিয়েছে। পুলিশ জানিয়েছে কয়েকশো মিটার গভীরে আটকে রয়েছে ভিজিল্যান্স টিমের সদস্যরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গিয়েছিলেন মেডিকেল টিমের সদস্যরা। এক্সিট গেটের মাধ্যমে মেডিকেল সাপোর্ট পাঠানো হচ্ছিল। প্রাথমিক পর্যায়ে পুলিশ জানিয়েছিল ১৮৭৫ ফুট গভীরে আটকে রয়েছে লিফটটি।
কীভাবে লিফটের তার ছিঁড়ল তা নিয়ে তদন্ত শুরু করেছে সংস্থা। রাজস্থানের রাজধানী জয়পুর থেকে ১০৮ কিলোমিটার দূরে নিম কা থানা এলাকায় রয়েছে এই তামার খনি। রাজস্থানের ক্ষেত্রি জেলায় রয়েছে এটি। ১৯৬৭ সালে এটি তৈরি করা হয়েছিল। অর্থাৎ অনেকটাই প্রাচীন এই তামারক খনি। সেকারণে এই খনির রক্ষনা বেক্ষণ খতিয়ে দেখতে বিশেষ িটম পৌঁছেছিল।