বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক মহিলা কর্মীর তোলা শালীনতাহানীর অভিযোগ সত্য না সাজানো? – তা নিয়ে বিতর্ক চলার মাঝেই মুখ্যমন্ত্রী আবার নিজস্ব ভঙ্গিমায় শনিবার রচনার সমর্থনে করা সভা থেকে রাজ্যপালের উদ্দেশ্যে বললেন “বাবা রে! আমাকে আর রাজভবনে ডাকলে আমি আর যাব না।
রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন। কিন্তু, যা কীর্তি-কেলেঙ্কারি শুনছি তাতে আপনার পাশে বসাটাও পাপ।” স্বাভাবিক কারণেই শ্রোতাদের পক্ষ থেকে বিপুল করতালি ভেসে আসে।
হুগলি সপ্তাগ্রামের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সুর তোলেন উচ্চস্বরে। তিনি নাম না করে রাজ্যপালের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “প্রেসকে ডেকেছিল রাজ্যপাল। এডিট করে কিছু ভিডিয়ো দেখিয়েছে। পুরোটা দেখিয়েছে কি? আমার কাছে কপি আছে। যেটা এডিট করেছে সেটাও আছে। আরও একটা ভিডিয়ো আমি পেলাম।” প্রসঙ্গত, রাজভবনের অন্দরে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনের এক মহিলা অস্থায়ী কর্মী। ওই অভিযোগকে কেন্দ্র করেই বিগত কয়েকদিন ধরে তুমুল শোরগোল চলছে বঙ্গ রাজনীতির আঙিনায়। রাজ্যপালকে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ করেছিল শাসক দল তৃণমূল। এই মুহূর্তে রাজ্যপাল যে কিছুটা ব্যাকফুটে তাতে সন্দেহ নেই।