বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কোনো হত্যাই মানবতার পক্ষে শুভ নয়। কিন্তু যারা দেশদ্রোহী, কোনোভাবেই দেশ গঠনে অংশ নেয় না আর শুধু হিংসায় বিশ্বাস করে তাদের বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়া ছাড়া বিকল্প থাকে না।
ঝাড়খন্ডের পরে ছত্তীসগঢ়ে আবার মাওবাদীদের তৎপরটা। স্বাভাবিক কারণেই নামাতে হয়েছে নিরাপত্তা বাহিনীকে। ছত্তীসগঢ়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে কমপক্ষে ১২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে । সংঘর্ষে আহত হয়েছেন দুই জওয়ান। এই নিয়ে চলতি বছরেই মরা যাওয়া মাওবাদীদের সংখ্যা ১০০ পার করল। জানা গিয়েছে, বস্তারের কোর জ়োনে শুক্রবার এই অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। রাজ্য পুলিশের ৮০০ কর্মী, এসটিএফ ও সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের এলিট গোরিলা বাহিনী ও কোবরা বাহিনী মিলে যৌথ অভিযান চালায়। এই সংগঠিত অভিযানের মুখে দাঁড়াতে পারে নি মাওবাদীরা।
গোপন সূত্রে আগেই খবর মিলেছিল যে অন্ধ্র প্রদেশ ও তেলঙ্গানা থেকে পেডিয়ার জঙ্গলে বেশ কয়েকজন শীর্ষ মাওবাদী নেতা গা ঢাকা দিয়ে রয়েছেন। এরপরই অভিযান চালানো হয়। গভীর জঙ্গলে প্রায় ৮ ঘণ্টা ধরে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ চলে নিরাপত্তা বাহিনীর। সকাল ৯টা থেকে সংঘর্ষ শুরু হয়, বিকেল ৫টা নাগাদ এনকাউন্টার শেষ হয়। অভিযান শেষে পুলিশের তরফে জানানো হয়, বিজাপুরের অভিযানে ১২ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে সংঘর্ষস্থল থেকে। তল্লাশি অভিযান জারি রয়েছে।