বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবছরের বাংলা ও ইংরেজি মাধ্যমের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হল শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে।মেয়র গৌতম দেব সকল শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ের ছাত্র তথা জাব্রাভিটার বাসিন্দা অভিরাজ কুন্ডুকে সম্বর্ধনা দিলেন মেয়র গৌতম দেব।আজ তিনি তার হাতে সম্বর্ধনা তুলে দেন।
এদিন মেয়র জানান আমাদের শিলিগুড়িতে মেধাবী ছাত্রছাত্রীর অভাব নেই। সবাই শিক্ষিত হয়ে বড় হতে চায়। মানুষের কর্মই মানুষের বড় ধর্ম। তাই আমার দায়িত্ব আমাদের সবাইকে পালন করতে হবে বলে জানান মেয়র। ওর জন্য থাকল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। ও সুস্থ থাকুক এবং বড় হোক এটাই আশা করি। আমাদের কাজ আমরা করে যাব। ভবিষ্যতে যদি ও আরো বড় হতে চায় এবং জীবনে দাড়াতে চায় সেটাই আমাদের কাছে অনেক অনেক বড় পাওনা হয়ে থাকবে। বলে জানান মেয়র। তিনি আরো জানান আমাদের পুরসভাগুলির দায়িত্ব শহর থেকে সমস্ত প্রতিভাবানদের খুজে খুজে বের করা। এবং তাদের জন্য ভবিষ্যতে সব ধরনের সাহায্য করা। এটাই কতবার মধ্যে পড়ে আমাদের বলে জানান মেয়র।