বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজও থাকবে মনোরম আবহাওয়া। কলকাতা সহ রাজ্যের ৯ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে।
তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গতকাল দুপুরবেলা আকাশ কালো করে শহরে শুরু হয়েছিল বর্ষণ। রীতিমতো শিলাবৃষ্টি হয় শহরে। বৃষ্টির জেরে দুপুরেই শহরের একাধিক জায়গায় জল জমে গিয়েছিল। তারপরে সারাসারাতে আর তেমন ভাবে বৃষ্টি হয়নি ঠিকই। তবে ঝোড়ো হাওয়া বয়েছে। তার জেরে তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে।
গত পরশু থেকেই রাজ্যে কালবৈশাখী শুরু হয়েছে। ৪২ ডিগ্রির চড়া পারদ থেকে এক লহমায় স্বস্তি নেমেথে দক্ষিণ বঙ্গে। বৈশাখের প্রথম কালবৈশাখী দেখে কলকাতা। মার্চ মাসের শেষ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তীব্র গরমে পুড়েছে কলকাতা শহর। তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। এতোটাই তীব্র হয়েছিল কলকাতা শহরের তাপমাত্রা। রাজ্যের কলাইকুণ্ডা দেশের উষ্ণতম স্থানে পরিণত হয়েছিল।
অবশেষে মঙ্গলবার রাত থেকে নেমেছে স্বস্তির বৃষ্টি। কালবৈশাখী শুরু হয়েছে জেলায় জেলায়। একাধিক জেলায় ঝড়-বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। গতকাল কলকাতায় শিলাবৃষ্টি হয়েছে যা এই বছরে প্রথম। প্রথম কালবৈশাখীতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। তাই আগে থেকেই আবহাওয়া দফতর বজ্রপাত নিয়ে সতর্কতা জারি করেছে। ঝড় বৃষ্টিতে কংক্রিটের ছাদের নীচে আশ্রয় নিতে বলা হয়েছে।
জোড়া ঘূর্ণাবর্তের কারণেই এই ঝড়-বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গতকাল থেকেই কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে একাদিক রাজ্যে। বছরের প্রথম কালবৈশাখীতে বজ্রপাতে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছিল। সেকারণে বজ্রপাত নিয়ে আগে থেকেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে পথচারীদের সতর্ক করে বলা হয়েছে যেন ঝড়-বৃষ্টির সময় কংক্রিটের ছাদের নীচে তাঁরা আশ্রয় নেন। গাছ বা খোলা আকাশের নীচে যেন কেউ না থাকেন।
গত কয়েক বছরে ঝড়-বৃষ্টিতে বজ্রপাতের পরিমান বেড়েছে। এমনকী শহরেও বজ্রপাতের পরিমান বেড়েছে। যার জেরে মৃত্যু বাড়ছে। সেকারণে আগে থেকে শহরবাসীকে সতর্ক করা হয়েছে। কলকাতা সহ রাজ্যের ৯ জেলাই আগামী রবিবার পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টি। অর্থাৎ অবহাওয়া মনোরম থাকবে। দক্ষিণবঙ্গের তিন জেলায় চলবে ভারী বর্ষণ। পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় চলবে ভারী বৃষ্টি।
তারসঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে কালবৈশাখির পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতে। শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। তেমন গরম নেই। বেশ মনোরকম আবহাওয়া। এক দিনের ঝড়-বৃষ্টিতেই কলকাতার তাপমাত্রা ৪.৯ ডিগ্রি কমে গিয়েছে।