বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আইপিএল থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। লখনউ সুপার জায়ান্টসকে গতকাল সানরাইজার্স হায়দরাবাদ হারিয়ে দেওয়ায়। ফলে অঙ্কের নিয়মে প্লে-অফের দৌড়ে রয়েছে ৯টি দল।
যা পরিস্থিতি, তাতে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়া সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। বর্তমানে দুটি দল রয়েছে ১৬ পয়েন্টে, একটি দল ১৪ পয়েন্টে।
কলকাতা নাইট রাইডার্স রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট ও ১.৪৫৩ নেট রান রেট নিয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হোম ম্যাচের পর কেকেআরের দুটি অ্যাওয়ে ম্যাচ গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।
কেকেআর কার্যত শেষ চারে পৌঁছে গিয়েছে। একটিতে জিতলেই হবে ১৮ পয়েন্ট। যদি নাইটরা তিনটি ম্যাচে হারে তাহলে ১৬ পয়েন্টে থাকবে। সেক্ষেত্রে চতুর্থ দল হিসেবে প্লে-অফে যেতে সানরাইজার্স অথবা লখনউয়ের সঙ্গে লড়াই হতে পারে। কেকেআরের নেট রান রেট তাদের এগিয়ে রাখবে। রাজস্থান, চেন্নাই এবং হায়দরাবাদ সব ম্যাচ জিতলে ১৮ পয়েন্টে যেতে পারে।
রাজস্থান রয়্যালস ও কেকেআরের পয়েন্ট সমান। নেট রান রেট ০.৪৭৬। রাজস্থানের ম্যাচ বাকি চেন্নাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে এবং পাঞ্জাব ও কেকেআরের বিরুদ্ধে হোম। তবে হোম ম্যাচগুলি হবে গুয়াহাটিতে। ২ পয়েন্ট পেলে রাজস্থানের প্লে-অফের টিকিট কনফার্ম হবে। সব ম্যাচ হারলে নির্ভর করতে হবে অন্য দলের ফলাফল ও অবস্থানের উপর।
সানরাইজার্স হায়দরাবাদের ১২ ম্যাচে ১৪ পয়েন্ট, নেট রান রেট ০.৪০৬। ম্যাচ বাকি গুজরাত (হোম) ও পাঞ্জাব (অ্যাওয়ে)-এর বিরুদ্ধে। এই দুটি জিতলে তারা চলে যাবে ১৮ পয়েন্টে। একটিতে জিতে, একটিতে হারলে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে থাকতে হবে। নির্ভর করতে হবে অন্য দলের উপর।
চেন্নাই সুপার কিংস ১১ ম্যাচে ১২ পয়েন্ট ও নেট রান রেট ০.৭০০ নিয়ে রয়েছে তিনে। তাদের হোম ম্যাচ রয়েছে রাজস্থানের বিরুদ্ধে, অ্যাওয়ে ম্যাচ গুজরাত ও আরসিবির বিরুদ্ধে। চেন্নাইয়ের সঙ্গে আরও ২ দল দাঁড়িয়ে ১২ পয়েন্টে। যদিও একমাত্র সিএসকের-ই রয়েছে পজিটিভ নেট রান রেট।
তিনটি ম্যাচেই জিতলে চেন্নাই ড্যাং ড্যাং করে চলে যাবে প্লে-অফে। যদি একটিতে হারে তাহলে ১৬ পয়েন্টে শেষ করবে। এই মুহূর্তে ৬টি দল ১৬ বা তার বেশি পয়েন্টে পৌঁছতে পারে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। ১৪ পয়েন্টে থাকতে পারে ৬টি দল, সেখান থেকে শেষ চারের লড়াইয়ে শিকে ছিঁড়তে পারে দুটি দলের।
দিল্লি ক্যাপিটালসের ১২ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে। নেট রান রেট মাইনাস (-) ০.৩১৬। ম্যাচ বাকি আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ও লখনউয়ের বিরুদ্ধে হোম। দিল্লি যেতে পারে সর্বাধিক ১৬ পয়েন্টে। সানরাইজার্স ও চেন্নাই তাদের বাকি সব ম্যাচ জিতলে দিল্লি ছিটকে যাবে। আবার অন্য ম্যাচের ফলাফলগুলি সহায়ক হলে ১৪ পয়েন্ট নিয়েও প্লে-অফে যেতে পারে ক্যাপিটালস।
লখনউ সুপার জায়ান্টসের ১২ ম্যাচে ১২ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.৭৬৯। ম্যাচ বাকি দিল্লি ও মুম্বইয়ের বিরুদ্ধে। লোকেশ রাহুলরা সর্বাধিক ১৬ পয়েন্টে যেতে পারেন। বিশেষ করে দিল্লিকে হারালে প্লে-অফের পথ মসৃণ হতে পারে। মুম্বই ছিটকে গিয়েছে, তাদেরও হারাতে হবে। দুটি অ্যাওয়ে ম্যাচ জেতা ছাড়া গতি নেই লখনউয়ের। অন্য ম্য়াচগুলির দিকেও তাকিয়ে থাকতে হবে পরপর দুটি ম্যাচ বড় ব্যবধানে হারায়।
আরসিবির ১১ ম্যাচে, পাঞ্জাব কিংসের ১১ ম্যাচে, মুম্বই ইন্ডিয়ান্সের ১২ ম্যাচে ও গুজরাত টাইটান্সের ১১ ম্যাচে রয়েছে ৮ পয়েন্ট। মুম্বই বিদায় নিয়েছে। বাকিরা যেতে পারে সর্বাধিক ১৪ পয়েন্টে। আজ আরসিবি বনাম পাঞ্জাব কিংসের ফলাফল একটি দলকে ছিটকে দেবে। ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যেতে নির্ভর করতে হবে অন্য ফলাফলের উপর।
আরসিবির অ্যাওয়ে ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে, এরপর দিল্লি ও চেন্নাইয়ের বিরুদ্ধে হোম ম্যাচ বাকি। পাঞ্জাব আরসিবি ম্যাচ খেলে রাজস্থান ও হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে। গুজরাত খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে হোম ম্যাচ। এরপর কেকেআরের বিরুদ্ধে হোম ও সানরাইজার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ বাকি।