বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সন্দেশখালি নিয়ে নতুন করে উত্তাপ চড়ছে। এবার সন্দেশখালির আরও দুই মহিলা দাবি করেছেন ধর্ষণের অভিযোগ মিথ্যে।
তাঁরা দাবি করেেছন তাঁদের সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন সন্দেশখালির সেই মহিলা এবং তাঁর শ্বাশুড়ি।
সন্দেশখালিতে শাহজাহান শেখ সহ তার শাগরেদদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছিল। সন্দেশখালির মহিলারাই সেই অভিযোগ করেছিলেন। এদিকে অভিযোগকারী দুই মহিলা এরই মধ্যে বিস্ফোরক দাবি করেছেন। তাঁদের দাবি কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। তাঁদের সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল জোর করে। তিনি এবং তাঁর শ্বাশুড়ি সেই অভিযোগ প্রত্যাহার করে নেন।
কয়েকদিন আগে শাসক দল তৃণমূল কংগ্রেস একটি ভিডিও প্রকাশ করেছিল। তাতে সন্দেশখালির এক বিজেপি নেতা দাবি করেছিলেন যে সেখানে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। পুরোটাই পরিকল্পনা করে করা হয়েছে। বিজেপি প্রার্থী রেখা পাত্র ২০০০ টাকার বিনিময়ে ধর্ষণের মামলা দায়ের করেছিলেন। এই নিয়ে ভিডিও নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল পুরোটাই পরিকল্পনা।
এদিকে আবার সন্দেশখালির ভিডিওয়ে যে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে দেখতে পাওয়া গিয়েছিল তিনি সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছেন। তিনি পাল্টা দাবি করেছেন যে এই গলা তাঁর নয় এআই ব্যবহার করে এই ভি়ডিও তৈরি করা হয়েছে। তবে গঙ্গাধর কয়াল কতটা সত্যি বলছেন তা নিয়ে সন্দেহ রয়েছে বলে দাবি করে পাল্টা তাঁকে গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।