বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পর পর তিন বছর একশো দিনের কাজ প্রকল্পে বাংলা প্রথম হওয়ার পরেও ওই প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দিল না। মঙ্গলবার বিকেলে পাত্রসায়রের গরু হাটতলার মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে ফের এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এরপরেই বিজেপিকে ‘গর্দভের দল’ বলে আক্রমণ করে তিনি বলেন, মাথায় রাখিস আমরা দুর্নীতি করিনি, ২৪ কোটি টাকা ‘সেফ’ করেছি।

 

ঠিক এর পরেই সন্দেশখালি প্রসঙ্গে টেনে তিনি বলেন, এরা পারে না এমন কোনও কাজ নেই, রাতের বেলায় আরএসএস-বিজেপির লোকেরা মহিলাদের সঙ্গে নিয়ে ভোটের জন্য টাকা দিতে যাচ্ছে। টাকা দিতে গেলে বলবেন, ১৫ লক্ষ টাকা তোমার কাছে পাই, সেটা আগে দাও।

তৃণমূল সুপ্রিমোর প্রায় ১৫ মিনিটের বক্তব্যে সিংহভাগ জুড়ে ছিল বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরোধিতা। বাম-কংগ্রেস সম্পর্কে এদিন একটি শব্দও খরচ করেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, এনআরসি করতে দেব না বলেছি, মরে যাব তবুও দেব না। ক্যা (সিএএ) করতে দিইনি, এখন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসেছে। এক্ষেত্রে তপশিলি, আদিবাসী, ভূমিজ-সহ অন্যরা অস্তিত্ব হারাযবে বলে তিনি দাবি করেন। এবার মোদী ম্যাজিক শেষ, তাই মোদী হটাও, দেশ বাঁচাও এটাই স্লোগান বলেও তিনি জানান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, দেড় মাস বাড়ির বাইরে, গলায় কথা বলার ক্ষমতা তিনি হারিয়ে ফেলছেন।

এদিন পুরুলিয়ার সভা থেকে তৃণমূল সুপ্রিমো নির্বাচন কমিশনকে নিশানা করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের মডেল কোড অফ কনডাক্ট মোদী কোড অফ কনডাক্টে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন পুরো বিজেপির দালালি করছে বলেও অভিযোগ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর প্রদেশে সংখ্যালঘুদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। কিন্তু বাংলায় এসব করার স্পর্ধ ওদের নেই, বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *