বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কমেডি কিং বললে ভুল হবে তাঁকে। তাঁর জন্যই বলিউডে কমেডি একটা আলাদা জায়গা পেয়েছে। এখন টেলিভিশনে বিনোদনের চ্যালেন ঘোরালেই দেখা যায় কপিল শর্মাকে। বলিউডের তারকাদের থেকে কিছু কম নয় তার জনপ্রিয়তা।
সেই জনপ্রিয়তাই তাঁকে কমেডি কিংয়ের সিংহাসনে বসিয়েছে। আট থেকে আশি সকলেই কপিল শর্মার কমেডিতে মজে থাকেন। জানেন কি কপিল শর্মার পারিশ্রমিক কতো। শুনলে চমকে উঠবেন। যেকোনও বলিউড তারকাকে টক্কর দিতে পারে কমেডি কিং কপিল শর্মার পারিশ্রমিক। বর্তমানে তিনি নেটফ্লিক্সে শো করছেন। তার জন্য প্রতি এপিসোড ৫ কোটি টাকা করে নেন কপিল।
কপিল একা অবশ্য একটি শো করেন না তাঁর সঙ্গে সুনীল গ্রোভার, অর্চনা পূরণ সিংয়ের মতো তারকারাও থাকেন। এবং পারিশ্রমিকের নিরিখে তাঁরাও কিছু কম পান না। জানা গিয়েছে কপিল শর্মা তাঁর শোয়ের ৫টি এপিসোডের জন্য ২৬ কোটি টাকা নিয়েছেন। অন্যদিকে কমেডিয়ান সুনীল গ্রোভার প্রতি এপিসোডের জন্য ২৫ লক্ষ টাকা নেন। শুধু তাই নয় কপিল শোয়ে বিচারকের আসনে অর্থাৎ জনতার সঙ্গে স্পেসাল গেস্ট হিসেবে যিনি থাকেন সেই অর্চনা পূরণ সিংয়ের পারিশ্রমিক ১০ লক্ষ টাকা প্রতি এপিসোড।
এছাড়াও কপিলের শোয়ে আরও অনেক কমেডিয়ানকে দেখা যায়। যেমন ক্রুষ্ণা অভিষেক, কিকু সারদা, রাজীব ঠাকুর এরাও কপিল শর্মার শোয়ে মোটা টাকাই পারিশ্রমিক পান। ক্রুষ্ণা প্রতিএপিসোড ১০ লক্ষ টাকা করে পান। অন্যদিকে কিকু পান ৭ লক্ষ টাকা আর রাজীব ঠাকুর পান ৬ লক্ষ টাকা।