জাতীয় কংগ্রেসের ইস্তাহার নিয়ে ধারাবাহিকভাবে আক্রমণ করে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আক্রমণাত্মক মন্তব্য করেছেন। এবার চ্যালেঞ্জ করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।
কংগ্রেস ইস্তাহার সম্পর্কে আলোচনার জন্য নরেন্দ্র মোদী বা যে কেউ মুখোমুখি বিতর্ক, আলোচনায় বসতে পারেন। খোলা চ্যালেঞ্জ জানালেন প্রবীণ এই কংগ্রেস নেতা।
একমাত্র প্রধানমন্ত্রীর দ্বারা চিনাদের তুষ্ট করা হয়েছে। যারা অনুপ্রবেশকারী বলতে অস্বীকার করেছেন। তৃতীয় দফার ভোটের আগে এনডিএর শরিকদের কাছে বার্তা পাঠিয়েছেন নরেন্দ্র মোদী। বিভাজন ও তুষ্টির রাজনীতির বিরোধিতা করতে বলা হয়েছে। প্রতিটি ক্রমবর্ধমান” অসমতা বা বেকারত্ব এবং “অভূতপূর্ব” মূল্যবৃদ্ধি এবং নারীদের মধ্যে ক্রমবর্ধমান অত্যাচার। প্রভৃতির উপর বার্তা দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি দেখিয়েছেন খাড়গে। এক্স হ্যান্ডেলে দীর্ঘ মতামত দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তৃতায় তার “মিথ্যা” প্রভাব ফেলছে না। তিনি এখন প্রার্থীদের কাছে এটিকে প্রসারিত করতে চান। কংগ্রেস নেতা আরও দাবি করেছেন, মোদী এমন ভাষা ব্যবহার করেছেন, যা প্রধানমন্ত্রীর পদের জন্য উপযুক্ত নয়। “টোন এবং টেনার” “হতাশা ও উদ্বেগের” বিশ্বাসঘাতকতা করেছিল।
মোদীকে তাঁর তিন পাতার চিঠিতে কংগ্রেস সভাপতি বলেছেন, “এক হাজার বার মিথ্যা পুনরাবৃত্তি করলে তা সত্য হয়ে উঠবে না।” তার দলের ইস্তাহারের কথা উল্লেখ করেছেন। তিনি নিশ্চিত, ভোটাররা ‘ন্যায়’ পড়ার জন্য “যথেষ্ট বুদ্ধিমান”।
তুষ্টিকরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আক্রমণাত্মক কথা বলছেন। পাল্টা বক্তব্য রেখেছেন মল্লিকার্জুন খাড়গে। তিনি লিখেছেন, “গত ১০ বছরে আমরা একমাত্র তুষ্টি যা দেখেছি। তা হল আপনি এবং আপনার মন্ত্রীদের দ্বারা চিনাদের তুষ্ট করা।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিভাজনমূলক এজেন্ডা সম্পর্কে এনডিএ শরিকদের বার্তা দিয়েছিলেন। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার আগে মোদীকে চিঠি দিলেন কংগ্রেস নেতা।