বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের সমর্থনে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গাঙ্গুলি মহাশয়ের পথ সভা।
তিনি বলেন,দীশাহীন দিগভ্রান্ত জোট গড়ে কিছু দল শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের ব্যর্থ বিরোধিতা করছে। আদর্শহীন – লক্ষ্যহীন – তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম – এর অশুভ জোট হাজারো ষড়যন্ত্র করে বিজেপি কে হারাতে পারবে না। তাদের ক্ষমতা নেই শ্রী নরেন্দ্র মোদী মহাশয় কে পরাজিত করার। মানুষ আবারো শ্রী নরেন্দ্র মোদী মহাশয় কেই প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন, মানুষের আশা – ভরসা তাঁর ওপরেই আছে।