বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তিন মাসের জন্য পিছিয়ে গেল সন্দেশখালি মামলার শুনানি। রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ২ সপ্তাহ সময় চেয়েছিল।
সুপ্রিম কোর্ট সোমবার জানায় একেবারে জুলাই মাসে মামলার শুনানি হবে।সেসময় অতিরিক্ত সব তথ্য যেন রাজ্য সরকার জমা দেয় আদালতে। অর্থাৎ ভোটের ফলাফল প্রকাশের আগে আর সন্দেশখালি মামলার শুনানি হচ্ছে না।
তবে সিবিআই তদন্তে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। কাজেই তিন মাস মামলার তদন্ত পিছোলেও স্বস্তি পায়নি রাজ্য সরকার। এদিন বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। সন্দেশখালিতে জমি কেড়ে নেওয়া হয়েছে বলে কড়া মন্তব্য করেছেন বিচারপতি। কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ না করেই ৩ মাস পিছিয়ে দেওয়া হয় মামলার শুনানি।
কাজেই যেমন তদন্ত সিবিআই করছিল তেমনই চলবে। সিবিআই তদন্ত বন্ধ হবে না। রাজ্য সরকারের পক্ষ থেকে এদিন আদালতে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। তিনি আদালতে জানিয়েছিলেন এই মামলায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি রাজ্য সরকারের কাছে রয়েছে। সেগুলি আদলতে পেশ করতে চায় রাজ্য সরকার। তারজন্য ২ সপ্তাহ সময় চান রাজ্যের আইনজীবী।
রাজ্যের আবেদন শোনার পর সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন থেকে শুরু করে জমি কেড়ে নেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে। কাজেই প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই কোনওভাবেই এই তদন্ত এখন বন্ধ করা যাবে না। কাজেই হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে।
অর্থাৎ আপাতত সিবিআই তদন্ত চলবে বলে জানিয়েছে আদালত।