বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বড় বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলছে আগুন ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু এবং মেয়র ফিরহাদ হাকিম।
কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। নাখোদা মসজিদের কাছে একটি গোডাউনে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। সোমবার সকালে একটি পিচবোর্ডের কারখানায় আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট হয়নি। ভেতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ থাকায় আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে।
ঘিঞ্জি এলাকা থাকায় আশপাশে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কুলিং করে আগন লাগার সঠিক কারণ খতিয়ে দেখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। পিচবোর্ডের গোডাউন থেকে আশপাশের দুটি বাড়ির একতলাতেও আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান দমকলমন্ত্রী সুজি বসু এবং মেয়র ফিরহাদ হাকিম। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পরে তারপরে কাগজপত্র খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী। এভাবে ঘিঞ্জি জনবসতির মধ্যে গুদাম তৈরির অনুমতি ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে গুদামে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে।
আশ পাশের বাড়িতে যাতে আর আগুন ছড়িয়ে না পড়ে তার জন্য চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। দমকলমন্ত্রী জানিয়েছেন প্রাথমিক ভাবে আগে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হচ্ছে সেটা করার পরে তবে ফরেন্সিক তদন্ত করে দেখা হবে। এদিকে পাশেই রয়েছে বাগরি মার্কেট। কয়েক বছর আগে বাগরি মার্কেটের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই থেকে শিক্ষা নিয়ে প্রতি বছরই ফায়ার অডিট করা হয়। ব্যবসায়ীদের বারবারই এই নিয়ে সতর্ক করা হয়ে থাকে।