বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
গত দিন দুই আবার কিছুটা হলেই দক্ষিণবঙ্গে শীতের ছোঁয়া কিছুটা বোঝা যাচ্ছে। তবে ৩/৪ দিনের মধ্যে একটা বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। সকালের দিকে অনেকটা কুয়াশায় ভরে যাচ্ছে পশ্চিমের জেলাগুলো। বেলায় ঝালমলিয়ে রোদ উঠছে।
হাওয়া অফিস জানাচ্ছে, ২/৩ দিনের মধ্যেই ঝাড়খন্ড সহ পশ্চিমের জেলাগুলিতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হলে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়ে উত্তুরে বাতাস প্রবেশ করবে। তখন আবার কয়েকদিন ভালো ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে। তাই শীত চলে গেছে – এভাবে ভাবার দরকার নেই। শীত আবার আসছে।
উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমে গেছে। ট্যুরিস্টরা দারুন এনজয় করছে। মালদা ছাড়া প্রায় সমস্ত জেলাতেই একই চিত্র। দার্জিলিংয়ের তাপমাত্রা আগামী কয়েকদিন ৫ থেকে ৬ ডিগ্রির আশপাশে থাকবে। চলতি সপ্তাহে দার্জিলিঙে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংএ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।