বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আইপিএলের জন্মদিন সাক্ষী থাকল অনবদ্য দ্বৈরথের। টানটান ম্যাচে শেষ হাসি হাসল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া পাঞ্জাব কিংস স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছিল হার্দিকদের।
শেষ অবধি মুম্বই ইন্ডিয়ান্স ৯ রানে ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় পিছনে ফেলে দিল পাঞ্জাব কিংসকে। মুম্বই চলে এলো সাতে, আটে নামল গুজরাত টাইটান্স, নয়ে পাঞ্জাব কিংস। জসপ্রীত বুমরাহ ও জেরাল্ড কোয়েটজি নেন তিনটি করে উইকেট।
পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স দুই দলেরই এদিন ছিল সপ্তম ম্যাচ। ফলে লিগ পর্বে অর্ধেক পথ পার করে ফেলল দুই দল। এদিনের জয়ে পাঞ্জাব কিংসকে পিছনে ফেলে পয়েন্ট তালিকায় উপরে উঠে এলো মুম্বই ইন্ডিয়ান্স। পাঞ্জাব কিংস নেমে গেল নবম স্থানে।
জয়ের জন্য ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাঞ্জাব কিংস। প্রথম ওভারের তৃতীয় বলে ১০ রানে পড়েছিল প্রথম উইকেট। ২.১ ওভারে স্কোর গিয়ে দাঁড়ায় ৪ উইকেটে ১৪। ৬.৫ ওভারে ৪৯ রানে পঞ্চম উইকেটটি হারায় পাঞ্জাব কিংস।
ফিটনেসজনিত কারণে এদিনও অধিনায়ক শিখর ধাওয়ানকে পায়নি পাঞ্জাব কিংস। স্যাম কারান ওপেন করতে যান প্রভসিমরণ সিংয়ের সঙ্গে। কারান ৭ বলে ৬ রান করেন। প্রভসিমরণ ১ বলে ০, রাইলি রুসো ৩ বলে ১, লিয়াম লিভিংস্টোন ২ বলে ১, ইমপ্যাক্ট সাব হরপ্রীত সিং ১৫ বলে ১৩ রান করে আউট হন।
জিতেশ শর্মা ৯ বলে ৯ রানের বেশি করতে পারেননি। জসপ্রীত বুমরাহর তৃতীয় শিকার শশাঙ্ক সিং, ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে তিনি করেন ২৫ বলে ৪১। এরপর হরপ্রীত ব্রারকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন আশুতোষ শর্মা। তাঁর কয়েকটি শটে দেখা গেল সূর্যকুমার যাদবের ছাপ।
১৬তম ওভারে চাপ বাড়ে মুম্বই ইন্ডিয়ান্সের। আকাশ মাধওয়াল ২৪ রান দেন। ফলে পাঞ্জাব কিংসের দরকার হয়ে পড়ে ২৪ বলে ২৮ রান। ১৭তম ওভারে বুমরাহ মাত্র ৩ রান দেন। ১৮তম ওভারের প্রথম বলে আশুতোষকে ফেরান জেরাল্ড কোয়েটজি। ২টি চার ও সাতটি ছয় দিয়ে সাজানো ২৮ বলে আশুতোষের ৬১ রানের ইনিংস।
১২ বলে জেতার জন্য ২৩ রান দরকার ছিল। ১৮.৪ ওভারে ১৭৪ রানে নবম উইকেট পড়ে পাঞ্জাব কিংসের। ২০ বলে ২১ রান করে হার্দিক পাণ্ডিয়ার শিকার হরপ্রীত ব্রার। এরপর কাগিসো রাবাডা নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান। শেষ ওভারের সমীকরণ দাঁড়ায় পাঞ্জাবের দরকার ৬ বলে ১২ রান।
২০তম ওভারের প্রথম বলে দুই রান নিতে গিয়ে রান আউট হন রাবাডা (৩ বলে ৮)। মহম্মদ নবির দুরন্ত থ্রো ধরে উইকেট ভেঙে দেন ঈশান কিষাণ। ১৯.১ ওভারে ১৮৩ রানেই শেষ পাঞ্জাব কিংস। বুমরাহ ৪ ওভারে ২১ ও কোয়েটজি ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন ৩টি করে উইকেট। আকাশ মাধওয়াল, হার্দিক ও শ্রেয়স গোপাল ১টি করে উইকেট নেন।
এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাঞ্জাব কিংস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ ওভারে পড়ে তিন উইকেট। সূর্যকুমার যাদব দিল্লি ক্যাপিটালস ম্যাটে ০ রানে আউট হওয়ার পর আরসিবির বিরুদ্ধে করেন ৫২। চেন্নাই সুপার কিংস ম্যাচে ফের শূন্য রানে ফেরেন। আজ পেলেন অর্ধশতরান।
সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫৩ বলে ৭৮ রান করলেন সূর্যকুমার যাদব। ২৫০তম আইপিএল ম্য়াচে রোহিত শর্মা ২৫ বলে ৩৬ রান করেন, ২টি চার ও তিনটি ছয় মারেন। তিলক বর্মা ১৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ফের ব্যর্থ। ৬ বলে ১০ রানের বেশি করতে পারেননি।
ঈশান কিষাণ ৮ বলে ৮, টিম ডেভিড ৭ বলে ১৪, রোমারিও শেফার্ড ১ রান করে সাজঘরে ফেরেন। শেষ বলে শূন্য রানে রান আউট হন মহম্মদ নবি। ৪ ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নেন হর্ষল প্যাটেল। স্যাম কারান ৪ ওভারে ৪১ রানের বিনিময়ে তুলে নেন ২ উইকেট। কাগিসো রাবাডা ৪ ওভারে ৪২ রান দিয়ে পান ১ উইকেট।