বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
এবার আবার ধীরে ধীরে উত্তুরে বাতাস দক্ষিণ বঙ্গে ঢোকা শুরু করেছে। সকালের দিকে কিছুটা কুয়াশা থাকলেও বেলা বাড়লে রোদ উঠছে। পারদ আবার নিম্নমুখী। তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই স্বাভাবিকের থেকে ওপরে তাপমাত্রা। কবে ফের শীতের দেখা মিলবে দক্ষিণবঙ্গে? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১০ জানুয়ারি থেকে আবারও বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। তবে মধ্যে কোনো কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে।
আজ সকললের হাওয়া অফিসের পূর্বাভাস হলো, বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরে পুবালী হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যদিও গতকাল থেকে জলীয় বাষ্পর পরিমাণ কিছুটা কমেছে। যার কারণে মেঘলা আবহাওয়া রয়েছে। আগামী বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। কোলকাতার তাপমাত্রে গতকালের থেকে সামান্য নেমেছে। আপাতত ২/৩ দিন তাপমাত্রা সেভাবে পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার কলকাতায় তাপমাত্রা ১৮ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। যদিও বিরাট কোনও পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের বাকি অংশের পাশাপাশি কলকাতাতেও স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রা।
উত্তরবঙ্গে যথারীতি শীতের কামড়ে মানুষ জবুথবু। দার্জিলিংয়ের তাপমাত্রা আগামী কয়েকদিন ৫ থেকে ৬ ডিগ্রির আশপাশে থাকবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় দার্জিলিং, কালিম্পংএ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমেও। উত্তর বঙ্গে তাপমাত্রা আরো নামবে বলে জানা যাচ্ছে।