বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:উত্তরবঙ্গের প্রচার প্রায় শেষ। তাই শেষ তুলির টান দিতে উত্তরে উপস্থিত রাজ্য ও কেন্দ্রের সর্বোচ্চ দুই নেতা। মঙ্গলবার ময়নাগুড়িতে মুখ্যমন্ত্রীর আক্রমনের মূল কেন্দ্র ছিল বিজেপি।
শেষবেলার প্রচারে আজ জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি থেকে ইডি সিবিআই দৌরাত্ম্য একগুচ্ছ ইস্যুতে বিজেপিতে তীব্র নিশানা করেন মমতা। সাধারণ মানুষকে ভোট নিয়ে দেন একের পর এক পরামর্শ। তিনি প্রধানত বলেন, বিজেপিকে ভোট দেওয়া মানে আরো বেশি হানাহানি, মারামারি।
আজকে মুখ্যমন্ত্রীর আলোচনার কেন্দ্রে বারে বারে এসেছে তৃণমূলের থেকে যারা গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তাদের কথা। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে অনেকেই যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। এই প্রসঙ্গ তুলে মমতা স্পষ্ট ইঙ্গিত দিয়ে দেন কারা এই মুহূর্তে তৃণমূল ছেড়ে বিজেপির হাত ধরছে। তৃণমূল সুপ্রিমোর কথায়, “বিজেপিতে আজ কারা যাচ্ছে? যাঁদের ইডি, সিবিওআই-এর ভয় তাঁরা। যাঁদের অনেক টাকা আছে তাঁরাই যাচ্ছেন। বিজেপি ছাড়া ওদের কোনও গতি নেই।” যদিও কিছু দিন আগেও অনেকেই গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সেই প্রসঙ্গে অবশ্য মুখ্যমন্ত্রী নীরব ছিলেন। এরপরেই কেন্দ্রের মোদি সরকারকারকে একশো দিনের টাকা-সহ একাধিক বিষয়ে তুমুল আক্রমণ শানিয়ে বলেন, “বিজেপি হচ্ছে পকেটমারের দল। মানুষের পকেট কাটছে আর নিজেদের পকেট ভরছে।” তারপরেই তিনি বলেন, প্রধানমন্ত্রী আরো কিছুদিন থাকলে ভারত থেকে গণতন্ত্র চলে যাবে।