বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অবশেষে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী ঘোষণা করল। প্রথম দফার নির্বাচনের ২ দিন আগেই হাইভোল্টেজ ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। এই কেন্দ্রে অভিষেকের প্রতিপক্ষ হচ্ছেন অভিজিৎ দাস ওরফে ববি।
অভিজিৎ দাস ২০১৪ সালে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের প্রতিপক্ষ হিসেবে প্রার্থী হয়েছিলেনষ। আবার ফের ১০ বছর পরে ফের অভিষেকের প্রতিপক্ষ হচ্ছেন তিনি। সূত্রের খবর এই কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য অনেক বিজেপি নেতাই নাকি ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু অভিজিতেই আস্থা রেখে বিজেপি।
বিজেপির একাধিক শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত তিনি। রেল থেকে শুরু করে একাধিক শ্রমিক সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে এই অভিজিৎ দাসের। সেই সুবাদে বিজেপির এই নেতার যোগাযোগ সমাজের তৃণমূল স্তরে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেকারণেই অভিজিৎ দাস ওরফে ববিতেই আস্থা রেখেছে গেরুয়া শিবির।
ডায়মন্ড হারবার কেন্দ্রে একেবারে শেষ মুহূর্তে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এই নিয়ে তুমুল জল্পনা চলছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলা হয়ে থাকে ডায়মন্ড হারবার কেন্দ্রকে। রাজ্যের ৪১ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেলেও ডায়মন্ড হারবার কেন্দ্রটি নিয়ে বিশেষ দেরি করছিল বিজেপি এই নিয়ে কটাক্ষ করে অভিষেক বলেছিলেন তাঁর বিরুদ্ধে লড়াইয়ে নামার প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি সেকারণেই এতো দেরি হচ্ছে।
কিন্তু কে এই অভিজিৎ দাস ওরফে ববি যার উপরে এই হাইভোল্টেজ কেন্দ্রের দািয়ত্ব দিচ্ছে বিজেপি। জানা গিয়েছে অভিজিৎ দাস নাকি বিজেপির দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরে এলাকায় সংগঠনের কাজ করছেন। হাতের তালুর মতো তিনি ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রটি চেনেন। এবং সেখানকার শ্রমজীবী মানুেষর সঙ্গে তাঁর গভীর যোগাযোগ রয়েছে। নীচুতলার সংগঠন করে এসেছেন তিনি।
ববির এই জনসংযোগকে কাজে লাগাতেই বিজেপি এই কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে। যদিও ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য বিজেপির অনেক তাবর নেতা লাইন দিয়েছিলেন। সেই জায়গায় অভিজিৎ দাসকে প্রার্থী করাও বিজেপির একটা মাস্টার স্ট্রোক বলে মনে করা হচ্ছে। সন্দেশখালিতেও ঠিক একই ফরমুলা কাজে লাগিয়ে একেবারে ভূমিকন্যা রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। বাইরের কাউকে নিয়ে গিয়ে সেখানে প্রার্থী করেনি গেরুয়া শিবির। ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও সেই ফরমুলাকেই কাজে লাগিয়েছে তারা এমনই মনে করা হচ্ছে।