বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দল তথা সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগের জবাব দিয়েছেন। তাঁর সরকার আগামী পাঁচ বছরে সমাধান করতে চাওয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলিকেও সম্বোধন করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকারের উদ্দেশ্য কাউকে ভয় দেখানো বা কাউকে দমন করা নয়। তাদের সিদ্ধান্তগুলি দেশের সর্বাত্মক উন্নয়নের জন্য, দাবি করেছেন তিনি।
নরেন্দ্র মোদী বলেছেন, আগামী ২৫ বছরের জন্য তাঁর একটি দৃষ্টিভঙ্গি রয়েছে। ২০২৪-এর নির্বাচন দেশের সামনে একটা সুযোগ। তিনি দেশে কংগ্রেস সরকারের মডেল এবং বিজেপি সরকারের মডেলের তুলনা করেন।
কংগ্রেস-তৃণমূল-আপের মতো বিরোধীরা বারে বারে অভিযোগ করছে, বিরোধী দলগুলির বিরুদ্ধে সরকার ইডি-সিবিআইকে ব্যবহার করছে। এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তদন্তকারী সংস্থাগুলি যেসব ব্যক্তি কিংবা সংস্থার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে তার অধিকাংশের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তিনি প্রশ্ন করেন, কতজন বিরোধী নেতা জেলে রয়েছেন? তিনি জানিয়েছেন, রাজনৈতিক নেতারা মাত্রা তিন শতাংশ মামলায় জ়়ড়িত। বাকি ৯৭ শতাংশের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি করেছেন তিনি।
প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, একজন সৎ ব্যক্তির কি ভয় থাকে? তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীকে জেলে রাখা হয়েছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী।
বিরোধীরা বারে বারে অভিযোগ করছে, বিজেপি সব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করছে। সেখানে কোনও লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলেও অভিযোগ বিরোধীদের। এব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, আমরা ভুল পথে নয়, সঠিক পথে যেতে চাই। ইডি-সিবিআই এবং ইভিএম নিয়ে তাঁর জবাব হল নাচতে না জানলে উঠোন ব্যাঁকা। হারবে বলে তারা আগে থেকেই প্রশ্ন তুলছে বলে মন্তব্য করেছেন তিনি।
দক্ষিণ ভারতে বিজেপির বিস্তার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তামিলনাড়ুর মানুষ বিজেপির দিকে ঝুঁকছেন। তিনি দাবি করেছেন, বিএমকের বিরুদ্ধে জনগণের ক্ষোভ ইতিবাচকভাবে বিজেপির দিকে সরে যাচ্ছে। তিনি বলেন, সাধারণ মানুষ যখন কংগ্রেসের প্রতি বিরক্ত ছিল, তখন তাঁরা আঞ্চলিক দলের দিকে সরে গিয়েছিলেন। এখন তাঁরা কেন্দ্রে বিজেপির কাজ দেখে বিজেপির দিকে সরে যাচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সমীকরণ রয়েছে। সেই কারণে তিনি তাঁদেরকে বলেছিলেন ভারতীয় যুবকরা আটকে রয়েছে। তাঁদের উদ্ধারে তাঁদের সাহায্যের প্রয়োজন।