বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শারীরিক অসুস্থতা কাটিয়ে মহাগুরু মিঠুন চক্রবর্তী নেমে পড়েছেন নির্বাচনী প্রচারে। আজ মুখ্যমন্ত্রী ও মিঠুন চক্রবর্তী দুজনেই উত্তরবঙ্গে।
রবিবার ময়নাগুড়িতে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের হয়ে ভোট প্রচার করেন মিঠুন। তাঁকে দেখতে উপচে পড়েছিল মানুষের ভিড়। তবে মিঠুনের আবেদনকে ‘ফিল্মি ডায়লগ’ বলে কটাক্ষ করেছে তৃণমূল। তাদের দাবি, এসবে আর কাজ হবে না। কারণ, ভোটাররা এখন অনেক বেশি সচেতন। মিঠুনের প্রধান টার্গেট নতুন প্রজন্ম। তিনি বলেন, মূল্যবান ভোটটা নষ্ট করবেন না।
এরপরেই তিনি ‘সোনার বাংলা’ প্রসঙ্গ এনে বলেন, বিজেপি বাংলাকে সোনার বাংলায় পরিনত করবে। এদিন জয়ন্তকুমার রায়ের সমর্থনে ময়নাগুড়িতে রোড় শো করেন মিঠুন। প্রায় এক ঘণ্টা ধরে রোড শো করেন তিনি। কয়েক হাজার মানুষের ভিড় হয় সেখানে। রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মিঠুন চক্রবর্তী। সেখানেই তিনি বলেন, নতুন ভোটারদের কাছে তাঁর আবেদন, বিজেপি সোনার বাংলা গড়বে। তাই তাঁরা ভোট নষ্ট না করে জোট বেঁধে যেন বিজেপিকেই ভোট দেন।