বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ডিসকাউন্ট এর ওষুধের দোকান ছেয়ে গেছে। সব দোকানের বাইরে লেখা আছে ডিসকাউন্ট। কেউ 15% কেউ 17% আবার কেউ উনিশ এইভাবে চলছে দোকানগুলি।
অনেক দোকানে গ্রাহকেরা 5হাজার থেকে দশ হাজার টাকার ওষুধ নেন। তাদের কাছে দুই কিংবা তিন পার্সেন্ট এর ডিসকাউন্ট এ ওষুধ পাওয়া বিশাল ব্যাপার। তাই মাস পড়তেই মানুষ ভীড় করেন ওষুধের দোকানে। এক গ্রাহক জানালেন ওষুধ এমন একটা জিনিস যেটা আমাদের কিনতেই হবে। কোন উপায় নেই। তাই মাসের শুরুতেই দৌড়ে যাই ওষুধের দোকানে। কারন আমাদের মতন মধ্যবিত্যের জন্য এই ধরনের ডিসকাউন্ট এর ওষুধ প্রচণ্ডভাবে প্রয়োজনীয়। তবে বর্তমানে অনেকেই এই ধরনের দোকান থেকে ওষুধ কিনতে চান না, তাদের ধারনা ওষুধ কিনতে হলে ডিসকাউন্ট ছাড়াই কিনতে হয়। তাই আমরা ওইভাবে ওষুধ কিনি না। আমাদের কাছে সবার আগে আমার পরিবারের মানুষের নিরাপত্তা,টাকা কিছুই নয় তার কাছে। তবে দুই ধরনের মানুষের চিন্তাভাবনার কাছে সমস্যা য় পড়ে যাচ্ছেন কোম্পানীগুলি। তারা চিন্তা করছেন এইভাবে যদি মানুষের চিন্তাভাবনার পরিবর্তন হয় তবে তো একদিন এই ডিসকাউন্ট এ তৈরী হওয়া দোকানগুলি বন্ধ হয়ে যাবে। সমস্যা তো চারিদিকেই আছে ধারনা সবার।