বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়িতে প্রচারে নেমে ভক্তদের সেলফির আবদার মেটালেন রাজু বিস্তা। তিনি প্রচারে গিয়ে মহিলাদের সাথে ফটো তুললেন এবং সেলফিও দিলেন। রাজু বিস্তার সাথে ফটো তোলবার জন্য এদিন হুড়োহুড়ি লেগে যায় মহিলাদের মধ্যে।
প্রত্যেকের সাথে সেলফি তোলবার আবদার মেটাতে না পারলেও কাউকেই হতাশ করেন নি বিজেপী প্রার্থী। আবদার মেটান সকলেরই। পরে সাংবাদিকদের জানান সারাটাদিন প্রচুর পরিশ্রম হয়, তাই একটু অন্যধরনের হয়ে না থাকলে মন চাঙ্গা কিছুতেই হয় না। তাই আজকে মহিলাদের আবদার মেটালাম। এদিন সাংসদকে দেখেই বাড়িতে যাবার আমন্ত্রন জানান সকলে, হুড়োহুড়ি লেগে যায়, সাংসদ একেবারে মাথা ঠান্ডা রেখে কথা বলতে শুরু করে দেন সবার সাথে। জানান ভোটের মাঝে একটু আনন্দ একটু সময় অন্যভাবে কাটালাম। সবাই ভালো থাকবেন জানালেন রাজু বিস্তা।