বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আইপিএলে আজ ডাবল হেডার। রবিবাসরীয় সন্ধ্যায় লখনউয়ে লখনউ সুপার জায়ান্টস খেলতে নামছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। যাদের কখনও হারাতে পারেনি লখনউ।
২০২২ ও ২০২৩ সালের আইপিএলে দুটি করে দ্বৈরথেই শেষ হাসি হেসেছে গুজরাত টাইটান্স। এবার অবশ্য লোকেশ রাহুলের দলের বিরুদ্ধে খেলবে শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাত।
চলতি আইপিএলের পয়েন্ট তালিকায় ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চারে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে গুজরাত টাইটান্স। কালকের ম্যাচ জিতলে লখনউকে পয়েন্ট তালিকায় পিছনে ফেলে তিনে উঠে আসার সুযোগ থাকবে শুভমান গিলদের সামনে। জিতলে তিনে চলে যাবে লখনউও।
এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টস নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ২০ রানে হেরেছিল। তারপর তারা পাঞ্জাব কিংসকে ২১ রানে ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ২৮ রানে হারিয়েছে।
গুজরাত টাইটান্স এবার নিজেদের প্রথম ম্যাচে ৬ রানে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় ৬৩ রানে। এরপর সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারালেও নিজেদের মাঠে পাঞ্জাব কিংসের কাছে পরাস্ত হয়েছে ৩ উইকেটে।
২০২২ সালের আইপিএলে প্রথম সাক্ষাতে গুজরাত টাইটান্স ৫ উইকেটে হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টসকে। ফিরতি সাক্ষাতে জয় আসে ৬২ রানে। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে ৭ রানে জয় ছিনিয়ে নিয়েছিল টাইটান্স। দুই দলের সর্বশেষ দ্বৈরথে লখনউ পরাস্ত হয় ৫৬ রানে।
লখনউ সুপার জায়ান্টস তিনটি ম্যাচেই আলাদা আলাদা কম্বিনেশনে খেলেছে। ফলে কালকের ম্যাচে তারা কী করবে সেটাই দেখার। ডেভিড মিলার আজ সাংবাদিক সম্মেলনে এলেও নিজের ফিটনেস নিয়ে কিছু বলেননি। কেন উইলিয়ামসন অবশ্য বলেছিলেন, এক থেকে দুই সপ্তাহ খেলতে পারবেন না মিলার।
লখনউয়ে বেশ ভালোই গরম রয়েছে। একানা স্টেডিয়ামে এবার একমাত্র ম্যাচে লখনউ ১৯৯ রান তুলে পাঞ্জাব কিংসকে ২১ রানে হারিয়েছিল। গত বছর আইপিএলে প্রথম ম্যাচে লখনউয়ে প্রথমে ব্যাট করা দল ১৯৩ করলেও পরের ৬ ম্যাচে দুবারই ১৫০-র উপর রান উঠেছে। বৃষ্টির পূর্বাভাস নেই।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দল- লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), কুইন্টন ডি কক, দেবদত্ত পাড়িক্কল, নিকোলাস পুরাণ, মার্কাস স্টইনিস, ক্রুণাল পাণ্ডিয়া, আয়ুশ বাদোনি, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, নবীন উল হক, ময়াঙ্ক যাদব। ইমপ্যাক্ট সাব- এম সিদ্ধার্থ।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য দল- শুভমান গিল (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুদর্শন, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, আজমাতুল্লাহ ওমরজাই, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, উমেশ যাদব, দর্শন নালকণ্ডে। ইমপ্যাক্ট সাব- মোহিত শর্মা।