বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দার্জিলিংয়ের লালকুঠির কাছে ন্যাশনাল রিসার্চ ফর অর্কিড বাংলোয় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বিদ্যুতের মিটার বক্স থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।মূহুর্তের মধ্যে আগুন ভয়ঙ্কর রুপ ধারণ করে।খবর দেওয়া হয় দমকলে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন।কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এই ঘটনায় গবেষনা কেন্দ্র আগামী কয়েকদিন বন্ধ থাকবে বলে জানা গেছে। কিভাবে আগুন লাগল সেটা এখনো জানা যায় নি। তবে ঠান্ডা পড়ে যাওয়ায় সময় পান নি অনেক মানুষ দৌড়ে এসে আগুন নিভিয়ে দেবার। আগুন লেগে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানতে পারা যায় নি। তবে আগুন দেখে চমকে গেছেন অনেক মানুষ।