বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গার্ডেনরিচের ছায়া এবার পাথুরিয়াঘাটা স্ট্রিটেও! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির একাংশ। ভেঙে পড়ে একতলার সিঁড়ি। ফলে ভেঙে পড়া বাড়িটির দোতলায় আটকে পড়েন দু’জন। একজন নাম প্রভাদেবী সিং (৪৮) এবং অন্যজনের নাম বিশ্বামিত্র উপাধ্যায় (৩৬) বলে খবর। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে রাত আটটা নাগাদ।
ঘটনার খবর (Building Collapse) পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, বিপর্যয় মোকাবিলার দলের বিশাল বাহিনী। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও গোটা এলাকা ঘিরে রেখেছে জোড়াবাগান থানার বিশাল পুলিশ বাহিনী।
অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার বিধায়ক শশী পাঁজা। আসেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিনা হাজরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখছেন তাঁরাও। স্থানীয় সূত্রে জানা যায়, ভেঙে পড়া বাড়িটি ৮০/১ নম্বর, ইতিমধ্যেই এটি বিপজ্জনক বাড়ি হিসাবে চিহ্নিত করা হয়েছে। তবে পাশেই একটি জমিতে গড়ে উঠতে একটা নতুন বহুতল।
সেখানে পাইলিং করার কাজ চলছিল গতকাল সকাল থেকে। সম্ভবত সে জন্যই এই বিপত্তি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যে বাড়িটিতে এই বিপর্যয়, সেই বাড়ি থেকে বাসিন্দাদের অন্যত্র যাওয়ার কথা বলা হয় নোটিস দিয়ে। যদিও বিপদজ্জনক বাড়িতেই বসবাস করছিলেন বাসিন্দারা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ভেঙে পড়া বাড়িতে আটকে পড়া প্রভাদেবী সিং এবং বিশ্বামিত্র উপাধ্যায়কে উদ্ধার করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনার পরেই উদ্ধারকাজে হাত লাগান। তাঁরাই দুজনকে উদ্ধার করেছেন বলে খবর।
অন্যদিকে ঘটনাস্থলে রয়েছেন ডিসি নর্থ অভিষেক গুপ্তাও। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তিনিও। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই গার্ডেনরিচে নির্মীয়মান বাড়ি ভেঙে ১২ জনের মৃত্যু হয়। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন বহু মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত ঝড় ওঠে রাজ্য-রাজনীতি।
পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যে। এমনকি বেআইনি বাড়ি নিয়ে কাউন্সিলারদের ভূমিকা প্রকাশ্যে। ঘটনার রেশ কাটতে না কাটতেই দমদমের কাছে বিরাটিরও একটি বাড়ির কার্নিস ভেঙে মারা যান এক জন। সম্প্রতি উত্তর কলকাতার বৌবাজারের একটি পুরানো বাড়ির দেওয়াল ধসে বড় বিপদ ঘটে। সেই রেশ কাটতে না কাটতে ফের বিপর্যয় শহরে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে খবর।