বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ শিলিগুড়িতে নিজেদের ওয়ার্ডে ফ্রি চেক আপের ব্যাবস্থা করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। শরীরের বিভিন্ন অঙ্গের সমস্যা নিয়ে আসা স্থানীয় বাসিন্দাদের সাথে অনেকক্ষন কথাও বলেন তিনি।
জানালেন এই ধরনের ক্যাম্প জরুরী সবার জন্য। যাতে সবাই নিজেদের চিকিৎসার সূযোগ এবং সুবিধা হয়। এখানে যারা চেক আপ করবেন তাদের এখান থেকে চিকিৎসার ব্যাবস্থা করা হবে। বিভিন্ন জায়গা থেকে আসা মানুষের চিকিৎসার ব্যাবস্থা করব আমরা। বিশেষ করে যাদের অবস্থা একেবারেই খারাপ তাদের জন্য শিলিগুড়ি পুরসভা একটা আলাদা ব্যাবস্থা করবে বলে জানান ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি আরো জানান এখন থেকে শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে আলাদা আলাদা করে ক্যাম্প করে অসহায় এবং দুস্থদের চিকিৎসার ব্যাবস্থা করা হবে। এবং তার দায়িত্ব নেবে শিলিগুড়ি পুরনিগম।