বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ির 36নং ওয়ার্ডে ডিজে বাজানোকে কেন্দ্র করে তুলকালাম কান্ড ঘটে গেল। শিলিগুড়ির 36নং ওয়ার্ডের একটি মাঠে একটি বাড়ির পারিবারিক অনুষ্ঠানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।
রাত পনে একটার সময় প্রচণ্ড শব্দ করে চলছিল ডিজে। ভয়ে বহু মানুষ প্রতিবাদ করতে পারছিলেন না। সেই সময় স্থানীয় একটি ইষ্কুলের শিক্ষক এসে অনুরোধ করেন ওই ডিজে বন্ধ করে দিতে। তাতেও না শোনায় ওই শিক্ষক প্রশাসনের দারস্থ হবার কথা বলেন। যখন ওই শিক্ষক ওই স্থান থেকে বেরিয়ে স্থানীয় কাউন্সিলারের কাছে যেতে উদ্যোগ নিচ্ছিলেন তখনই স্থানীয় যুবকেরা এসে ওই শিক্ষকের পথ আটকে দেয়। এবং তাকে হুমকি দিয়ে প্রশাসনের দারস্থ না হতে জানায়। সবকিছু ঘটে গেলেও ওই শিক্ষক তাদের দাবী মানতে না চাওয়ায় তাকে চড়, থাপ্পর এবং ঘুসী মারতে থাকে স্থানীয় যুবকেরা। ওই শিক্ষকের চিৎকার শুনে দৌড়ে আসেন তার স্ত্রী। তার স্ত্রীকেও অকথ্য ভাষায় কথা বলেন ওই যুবকেরা। যুবক শিক্ষক প্রহৃত হবার পরে রাস্তায় পড়ে যান। পরে বেগতিক দেখে মদ্যপ যুবকেরা পালিয়ে যায়। তখন সাধারন মানুষ এসে ওই যুবককে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করে দেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।