বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::আজ থেকে লোকসভা ভোটের প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরে প্রথম সভা করবেন তিনি। সূত্রের খবর ভিন রাজ্যেও প্রচারে যাবেন তিনি। অসমে দুটি সভা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। আগামী ১৭ এবং ১৮ এপ্রিল অসমে দুটি জায়গায় সভা করবেন তিনি।
লোকসভা ভোটের আগে নিজের বাড়িতে পড়ে গিয়েই মাথায় চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে চারটে সেলাই পড়েছিল। তারপরে বিশ্রামেই ছিলেন তিনি। আজ অর্থাৎ রবিবার থেকে লোকসভা ভোটের প্রচারে নামছেন তিনি। প্রথমেই বেছে নিয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রকে।
এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মহুয়া মৈত্রকে। মহুয়াকে টার্গেট করেছে বিজেপি। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার মামলায় তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু হাজিরা দেননি তিনি। এমনকী সিবিআই তাঁর বাড়িতেও তল্লাশি অভিযান চালিেয়ছে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কৃষ্ণনগরের রাজ পরিবারের মহারাণীকে। তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। সেই ফোনালাপে ইডির উদ্ধার করকা ৩০০০ কোটি টাকা রাজ্যবাসীকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।