বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক : শীতের সকালে আসলেই মানুষের চা খাওয়ার চিন্তা আসে। এতদিন পরে গতকাল শিলিগুড়িতে প্রথম ঠাণ্ডা পড়েছে।আর ঠাণ্ডার সাথে বেড়েছে চায়ের কদর। তাই শিলিগুড়ির মানুষ ছুটছেন চায়ের দোকানগুলিতে। এবারে তাই নতুনভাবে জেগে উঠেছে নেতাজী কেবীনের সামনে। শিলিগুড়িতে বেশ কয়েকটি দোকান আছে যেগুলো একেবারেই জনপ্রিয়তা হারিয়ে ফেলে নি এত আধুনিক হওয়াতেও। গতকাল থেকেই এত ভীড় ভাবাই যায় না এত বছর পরে এতটা ভীড় হতে পারে আধুনিক না হয়েও। এতটা ভীড় যেখানে ভাবাই যায় না সামান্য চা খেতে এত মানুষ আসতে পারেন। শিলিগুড়িতে এত চায়ের দোকান আছে ভাবাই যায় না এতটা ভীড়। কিন্তুু এখানে লাইনে দাড়িয়ে মানুষ চা খান।শীতকালের ভীড়ে তো ভাবাই যায় না এতখানি ভীড়। মানুষ টোষ্ট খেতে এবং ওমলেট খেতে এতটাই পছন্দ করেন নেতাজী কেবীনের ভীড় দেখে আন্দাজ করতে পারা যায়। কিভাবে এতটা ভীড় সামলাতে পারেন নেতাজী কেবীনের কর্নধার প্রনব বাগচি? তিনি জানালেন মানুষ ভালোবেসে এখানে আসে তাই আমিও নিজে সহজেই এই ভীড় সামলে নিতে পারি। এত মানুষ আসেন এবং আসতে পছন্দ করেন সেটাই আমার কাছে ভবিষ্যতের একটা বড় পাওনা বলে জানালেন প্রনবেন্দু বাগচি। আমি চাই এই ভীড়কেই ধরে রাখতে এবং এই ভীড় নিয়েই চলতে শুধুমাত্র সময় লাগে আর কিছুই নয় জানালেন প্রনববাবু।
কুশল দাশগুপ্ত শিলিগুড়ি।