বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::দিল্লি আবগারি মামলায় অর্থ পাচারের অভিযোগে ইডির অ্যাকশান অব্যাহত। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের পর ইডি দিল্লির পরিবহণমন্ত্রী কৈলাশ গেহলটকে সমন পাঠিয়েছে। এদিন অর্থাৎ ৩০ মার্চ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে। কৈলাশ গেহলট দিল্লির নজফগড়ের বিধায়ক।
সূত্রের খবর, আবগারি নীতিতে কৈলাশ গেহলটকে জিজ্ঞাসাবাদের পাশারপাশি পিএমএলএ-র অধীনে বক্তব্য রেকর্ড করতে বলা হয়েছে। প্রসঙ্গত আবগারি নীতির খসড়া তৈরির অভিযোগ রয়েছে কৈলাশ গেহলটের বিরুদ্ধে। এছাড়াও মদ ব্যবসায়ী বিজয় নায়ার কৈলাশ গেহলটের বাড়িতে থাকতেন বলে অভিযোগ। এছাড়াও গেহলট বারে বারে তাঁর মোবাইল নম্বর পরিবর্তন করেন বলে অভিযোগ ইডির।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অভিযোগ কৈলাশ গেহলটও সেই গোষ্ঠীর অংশ যারা আবগারি নীতির খসড়া তৈরি করেছিলেন। পরে তারা দক্ষিণী গোষ্ঠীর কাছে তা ফাঁস করা হয়। এই মামলায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ইডি হেফাজত ছাড়াও আপ নেতা মণীস শিশোদিয়া, সঞ্জয় সিং বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
আদালতের নির্দেশ অনুযায়ী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ১ এপ্রিল পর্যন্ত ইডির হেফাজতে থাকবেন। গত ২৮ মার্চ, বৃহস্পতিবার দিল্লির একটি আদালত অরবিন্দ কেজরিওয়ালের হেফাজত ১ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করে। আদালতের কাছে ইডির আবেদন ছিল সাত দিনের হেফাজতের, কিন্তু আদালত তা গ্রহণ করেনি। প্রসঙ্গত গত ২১ মার্চ ইডি অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে।
হেফাজতের জন্য করা আবেদনে ইডি আদালতকে জানায়, মুখ্যমন্ত্রী উত্তর দিতে দেরি করছেন। হেফাজতে থাকার সময় আরও তিনজনের বয়ান রেকর্ড করা হয়েছে বলে আদালতে জানিয়েছেল ইডি।