বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আবার সিংহ আসছে বেঙ্গল সাফারিতে। এ নিয়ে বিপুল উৎসাহ সাধারন মানুষের মধ্যে। পশুরাজ আসছেন আবার, তাই একটা আলাদা কৌতুহল আছেই সাধারন মানুষের মধ্যে।
কবে আসছেন পশুরাজ? জানা না গেলেও খুব তাড়াতাড়ি আসছে সিংহ। এই কারনে গত কয়েকদিন ধরেই নতুন ভাবে উদ্যেগ নেওয়া হচ্ছে বেঙ্গল সাফারি কতৃপক্ষের তরফ থেকে। পশুরাজের আশেপাশের এলাকা যাতে ফাকা থাকে এবং কিছুটা জায়গা রাখা হয় সেই দিকেও সতর্ক দৃষ্টি রাখছে প্রশাসন। গত কয়েকদিন ধরে একটু আমিশ খাবারের সমস্যা তৈরী হয়েছে বেঙ্গল সাফারিতে। সেটার সমাধান না হওয়া পযর্ন্ত একটু অপেক্ষা করতে চাইছে বেঙ্গল সাফারি কতৃপক্ষ। একবার যদি সিংহ এসে যায় তবে কোন কিছু গুছিয়ে নিতে অসুবিধা হবে তাই বাড়তি সতর্ক থেকেই কাজ এগিয়ে নিয়ে যেতে চাইছেন বেঙ্গল সাফারি কতৃপক্ষ। এখন সবাই অপেক্ষায় আছেন কবে আসবে পশুরাজ।