বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: মাথায় চোট পেয়ে বাড়িতে বিশ্রামে ছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। প্রচারও শুরু হয়ে গিয়েছে বিভিন্ন প্রান্তে। দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে নামবেন। কৃষ্ণনগর লোকসভা থেকে এবার প্রচার শুরু করবেন।
চোট সারিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নামছেন। প্রচারে এবার ঝড় তুলবেন তিনি। তেমনই মনে করা হচ্ছে। কৃষ্ণনগর কেন্দ্রে মহুয়া মৈত্রের হয়ে তিনি প্রচার সভা করবেন। আগামী ৩১ মার্চ কৃষ্ণনগরে এই জনসভা। ধুবুলিয়ার মাঠে এই সভার আয়োজন করা হচ্ছে।
তৃণমূল সুপ্রিমো হিসেবে লোকসভা নির্বাচনে এটাই প্রথম নির্বাচনী জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনই কথা মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আগামী দিনে একাধিক কর্মসূচি তৃণমূল নেত্রীর থাকবে। সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে নামবেন। এ কথা আগে থেকেই ঠিক হয়ে গিয়েছে।
পড়ে গিয়ে চোট পাওয়ায় কিছুটা বিলম্ব হল প্রচার শুরুতে। এই কথা মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে আগামী দেড় মাস একাধিক প্রচার সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মহুয়া মৈত্রর কেন্দ্র থেকে প্রথম সভা৷ রাজনৈতিকভাবে এই ঘটনাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মহুয়া মৈত্রকে সংসদ ভবনের শাস্তির মুখে পড়তে হয়। সাংসদ পদ খারিজ হয় মহুয়ার। তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে। চলতি মাসেও সিবিআই তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের উপরেই ভরসা রেখেছেন। কৃষ্ণনগর থেকে তাঁকেই ফের প্রার্থী করেছে তৃণমূল।
সেই মহুয়ার পক্ষেই সভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া ভোট কৃষ্ণনগরেও রয়েছে। সিএএ ইস্যু নিয়েও যথেষ্ট রাজনৈতিক চর্চা চলছে। নাগরিকত্ব মতুয়ারা কবে পাবেন? নাগরিকত্ব আইনের আওতায় মতুয়ারা কী কী করবেন? তাই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
তৃণমূল সুপ্রিমো বরাবর বিরোধিতা করে এসেছেন সিএএর। মতুয়া ভোট ব্যাঙ্ককে নিজেদের দিকে রাখার জন্য চেষ্টা চালাচ্ছে তৃণমূল সেই ক্ষেত্রে ধুবুলিয়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে পারেন। পরিস্থিতিকে বোঝানোর জন্য কাজ করতে পারেন তৃণমূল নেত্রী। এমনই মনে করা হচ্ছে।