বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ বসন্ত উৎসবের দিনে বাড়িতে বাড়িতে গিয়ে পাড়ার মানুষের সাথে শুভেচ্ছা এবং শুভকামনা বিতরন করলেন শিলিগুড়ির কুড়ি নং ওয়ার্ড এর কাউন্সিলার অভয়া বোস এবং তার অনুগামীরা।
আজ শিলিগুড়ির কুড়ি নং ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গিয়ে বড়দের প্রনাম এবং শুভেচ্ছা বিনিময় করলেন তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীরা। শুধুমাত্র তাই নয় প্রত্যেকের বাড়িতে মিষ্টির হাড়ি পৌছে দিলেন কাউন্সিলার নিজের উদ্যেগে। নিজেই জানালেন আমাদের কাজ মানুষের কাছে এবং মানুষের পাশে থাকা। আমাদের মুখ্যমন্ত্রী নিজে নিজেই বেরিয়ে মানুষের কাছে পৌছে গিয়ে তাদের সমস্যার কথা শুনে তার সমাধানের চেষ্টা করছেন। একেই বলে চেষ্টা। তাই আজকের দিনে যদি আমরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সব ধরনের সমস্যার কথা শুনতে পারি,তবেই কাজ হবে বলে জানালেন অভয়া বসু।তিনি আরো জানালেন এই সব উৎসবের দিনে কিছু করে দেখানোই আসল। মানুষ এখানে আসাটা মনে রাখে। আমাদের ওয়ার্ডে প্রচুর মানুষ আছেন যারা বিভিন্নভাবে সচেতন। তাই আমাদের এই ধরনের উদ্যেগকে সাধুবাদ জানাবেন অনেকেই। এদিন কুড়ি নং ওয়ার্ড এর কর্মীরা বড়দের প্রনাম করেই মিষ্টির প্যাকেট তুলে দেন তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীরা।