বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক : বাংলা পেতে চলছে দেশের প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে একটিকে । শনিবার এই নতুন এক্সপ্রেসের উদ্বোধন করা হবে বলে রেলের সূত্রের খবর।এই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দুটি অমৃত ভারত এক্সপ্রেসের পাশাপাশি 6 টি বন্দে ভারত ও নতুন তৈরি বিমান বন্দর এবং রেল স্টেশনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
মালদা টাউন থেকে বেঙ্গালুরু রুটে এই অমৃত ভারত এক্সপ্রেস চালানো হবে। কেন্দ্রের তরফে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পিআইবি- র বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, বেলা 11 টা বেজে 15 মিনিটে অমৃত ভারত, বন্দে ভারত এক্সপ্রেস ও অযোধ্যা রেল স্টেশনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। পরবর্তীতে বেলা 12 টা বেজে 15 মিনিটে তিনি উদ্বোধন করবেন নতুন বিমান বন্দরের।
অমৃত ভারত ট্রেন হল একটি এলএইচবি পুশ পুল ট্রেন। এটি একটি এসি ও নন এসি ট্রেন। অমৃত ভারত এক্সপ্রেসের দুই দিকেই দুটি লোকোমোটিভ রয়েছে, যা ট্রেনের গতিকে আরও বৃদ্ধি করতে সহায়ক হবে। পাশাপাশি যাত্রীরা যাতে, এই ট্রেনে আরামে সফর করতে পারেন সেদিকে নজর দিয়ে ট্রেনে আকর্ষণীয় ডিজাইনের সিট, লাগেজের ব়্যাক, মোবাইল স্ট্যান্ড- সহ মোবাইল চার্জিং এর ব্যবস্থা, এলইডি লাইট, সিসিটিভি, পাবলিক ইনফরমেশন সিস্টেম ইত্যাদিও রাখা হয়েছে।