বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:অষ্টদশ লোকসভা নির্বাচন হবে সাত দফায়। পশ্চিমবঙ্গেও ভোটগ্রহণ ২০১৯ সালের মতো হবে সাত দফাতেই।
পঞ্চম দফায় ভোট নেওয়া হবে তিন জেলার সাতটি আসনে। জেলাগুলি হলো উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলি।
২০১৯ সালেও এই তিন জেলার এই সাতটি আসনেই ভোট হয়েছিল পঞ্চম দফায়। ফলে এবার এ ক্ষেত্রে কোনও রদবদল হয়নি। গত লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোটগ্রহণ হয়েছিল মে মাসের ৬ তারিখ। এবার সেই তারিখ দুই সপ্তাহ পিছিয়ে গিয়েছে।
পঞ্চম দফায় বাংলায় ভোটগ্রহণ হবে উত্তর ২৪ পরগনার বনগাঁ, ব্যারাকপুর, হুগলির হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ এবং হাওড়া জেলার হাওড়া ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে। এর মধ্যে বনগাঁ, ব্যারাকপুর ও হুগলিতে জিতেছিল বিজেপি। তৃণমূল জিতেছিল শ্রীরামপুর, আরামবাগ, হাওড়া ও উলুবেড়িয়ায়।
ব্যারাকপুর আসনে এবার সকলেরই নজর থাকবে। কেন না, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন সিং। বিজেপি প্রার্থী হয়ে নির্বাচনে জেতেন। কিন্তু ২০২১ সালের বিধানসভা ভোটের পর ২০২২ সালে তিনি যোগ দেন তৃণমূলে। এবার টিকিট না পেয়ে গতকাল ফের বিজেপিতে যোগদান করেছেন।
লোকসভা নির্বাচনে পঞ্চম দফায় এই কেন্দ্রগুলিতে ভোট হবে ২০ মে। বিজ্ঞপ্তি জারি হবে ২৬ এপ্রিল। মনোনয়ন জমা দেওয়া যাবে ৩ মে পর্যন্ত। স্ক্রুটিনি হবে ৪ মে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৬ মে। সারা দেশে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা ৪ জুন।