বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট গতকাল প্রকাশিত হয়েছে। জারি হয়ে গিয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। বাংলায় ভোট হবে সাত দফায়।
অবিভক্ত মেদিনীপুর, জঙ্গলমহলে ভোট হবে ষষ্ঠ দফায়। পাঁচ জেলার মোট ৮টি আসনে। এর মধ্যে বেশ কয়েকটি আসনের দিকে তাকিয়ে বিশেষজ্ঞরা।
২০১৯ সালেও এই আসনগুলিতে একইসঙ্গে ভোট হয়েছিল ষষ্ঠ দফায়। সেবার ভোট হয়েছিল ১২ তারিখ। এবার হবে আরও প্রায় সপ্তাহ দুয়েক পর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার লোকসভা কেন্দ্রগুলিতে নির্বাচনের দিকে থাকবে বিশেষ নজর।
কাঁথি ও তমলুকে দুই সাংসদকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী গতকালই বিজেপিতে যোগ দিয়েছেন। কাঁথিতে বিজেপি প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারীর আরেক ভাই সৌমেন্দু। তমলুকে প্রার্থী হতে চলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এবার কাঁথি ও তমলুক লোকসভা আসন দুটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়ে নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার প্রত্যয় শুভেন্দুর। ঘাটালে তৃণমূল কংগ্রেসের সাংসদ দীপক অধিকারী (দেব)-এর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। জঙ্গলমহলে লোকসভা ভোটে বিজেপি দাপট দেখালেও বিধানসভা ভোটে তা ফিকে হয়েছে।
বিধানসভা, পঞ্চায়েত, পুরসভা ভোটে ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল। ঝাড়গ্রামের বিজেপি সাংসদ আবার দল ত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে বিজেপি লোকসভা ভোটে জঙ্গলমহলে কেমন ফল করে সেদিকে তাকিয়ে সকলেই। মেদিনীপুরে বিজেপি এবারও দিলীপ ঘোষকেই প্রার্থী করতে চলেছে বলে খবর।
তৃণমূল রাজ্যের ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও বিজেপি এই ৮টি আসনের মধ্যে বেশ কয়েকটি আসনের জন্য এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফায় যে ৮টি আসনে ভোট হবে সেগুলি হলো কাঁথি, তমলুক, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর।
বাঁকুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে। বিষ্ণুপুর আসনে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে তৃণমূল দাঁড় করিয়েছে তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ-কে। ঝাড়গ্রাম ও পুরুলিয়া আসন ধরে রাখাও বিজেপির কাছে শক্ত চ্যালেঞ্জ হতে চলেছে।
এই লোকসভা কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হবে ২৫ মে। বিজ্ঞপ্তি জারি হবে ২৯ এপ্রিলষ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ মে। স্ক্রুটিনি ৭ মে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ মে। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রেই ভোটের ফল ঘোষণা জুনের ৪ তারিখ।