নিজস্ব সংবাদদাতা : ২৪ এ লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের জনগর্জন সভা থেকে ৪২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ।
যার মধ্যে উল্লেখযোগ্য আসন হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়ার লোকসভার আসন।এদিন বাগনানের একটি সভাঘরে সাংবাদিক বৈঠকের মাধ্যম দিয়েই প্রচার শুরু করে দিলেন ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা প্রার্থী সাজদা আহমেদ।শনিবার জাতীয় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন।এবারে উলুবেড়িয়া এবং হাওড়ায় ভোট হতে চলেছে ২০ মে। উল্লেখ্য,গত ১০ই মার্চ প্রার্থীর নাম ঘোষণা হলেও বিভিন্ন কেন্দ্রেই ইতিমধ্যেই প্রচার শুরু করা হলেও সেইদিক থেকে এই কেন্দ্রে এখনও পর্যন্ত প্রচারে দেখা যায়নি প্রার্থীকে!সেই নিয়ে বিরোধীরা কার্যত কটাক্ষ করতে ছাড়েননি।তবে সবকিছুকেই উপেক্ষা করে সাংবাদিক বৈঠক করার পরেই বিরোধীদের একহাত নিলেন হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অরুনাভ সেন।তিনি জানান,উলুবেড়িয়ায় বিরোধীরা যেখানে প্রার্থীদের নাম’ই ঘোষণা করতে পারেন,সেখানে বিভিন্ন জায়গাতে পোস্টার লাগিয়ে মাঠে থাকার চেষ্টা।তিনি জানান,আমাদের সাংসদ এবং প্রার্থী যেভাবে এলাকাতে কাজ করেছেন,এবারের নির্বাচনেও মানুষের রায়ে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করবেন।সপ্তম দফায় নির্বাচন প্রসঙ্গে তিনি আরও জানান,৭ বা ৮ দফা নয়,৪২ দফাতেও নির্বাচন হলেও আমাদের দল এবারেও বেশি সংখ্যক আসন দখল করবে।কারণ তৃণমূল কংগ্রেস ৩৬৫ দিন’ই মানুষের সঙ্গে থাকে।এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত,জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়,জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস,সহ:সভাধিপতি অজয় ভট্টাচার্য,বিধায়ক অরূণাভ সেন, ডাঃ নির্মল মাজি,সুকান্ত পাল,কালীপদ মণ্ডল,বিদেশ রঞ্জন বসু,দলের প্রার্থী সাজদা আহমেদ,উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস,ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান(কোচন) প্রমুখ।