বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী আসার সাথে সাথেই আজ শিলিগুড়ির 14নং ওয়ার্ডে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন ওয়ার্ড কাউন্সিলার শ্রাবনী দত্ত। আজ ওয়ার্ড প্রেসিডেন্ড কমল কর্মকারকে সাথে নিয়ে দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রার্থী গোপাল লামার সমর্থনে প্রচার শুরু করলেন তিনি।
জানালেন আজকে মুখ্যমন্ত্রী আমাদের মনের জোর বাড়িয়ে দিয়ে গেছেন। তাই আজকের দিনটাতেই শুরু করলাম। আমাদের মানুষের সাথে মিশে গিয়ে কাজ করতে হবে। তবে আমাদের দলীয় কর্মীদেরও এগিয়ে আসতে হবে। এখনো দিন ঠিক হয় নি, তাই দিন ঠিক হবার পরেই আমাদের কাজ শুরু করতে হবে বলে জানালেন তিনি। প্রচার করতে হবে সকাল এবং বিকেলে। আমরা আত্মবিশ্বাসী এবারের নির্বাচনে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করবে। আজকেই আমরা শুরু করলাম, এর পরে সবার সাথে আলোচনা করেই এগিয়ে যাব নির্বাচনী প্রচারে।