বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ ডাক্তার একলব্য শর্মার সাথে দেখা করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আজ তিনি দেখা করেন ডাক্তার একলব্য শর্মার সাথে। তিনি জানান আমাদের গর্ব উনি।
উল্লেখযোগ্য ডাক্তার একলব্য শর্মা পৃথিবীর ভারসাম্য রক্ষার উপরে বই লিখছেন এবং গবেষনা করছেন। বিধায়ক শঙ্কর ঘোষ জানান উনি যোগ্য এই বিষয়ে তাই ওনাকে বেছে নিয়ে বিজেপী সম্বর্ধনা দিল। কারন আমাদের দল জানে কাকে কিভাবে যোগ্য পুরষ্কার দেওয়া যায়। তাই ওনাকে এই পুরষ্কার দেওয়া হল। আজ সকালে বিধায়ক বাড়ীতে যান ওই পুরষ্কার প্রাপক এর। তাকে ফুল এবং খাদা দিয়ে সম্বর্ধনা দেন। এবং শুভেচ্ছা এবং শুভকামনা জানান। বিধায়ক আরো জানান উনি আমাদের উত্তরবঙ্গবাসীদের কাছে এক অলংকার। তাই ওনার এই পাওয়া সাফল্যে আমরা গর্বিত।