বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবার আমি রাজনীতি ছাড়বো, বারাসাতে বললেন তৃণমূলের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।
উত্তর ২৪ পরগনা জেলায় গতকাল বারাসাতে বিকেল পাঁচটার সময় একটি অনুষ্ঠানে এসে বারাসাতের তৃণমূলের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বলেন যতবার আমি হাতজোড় করে মমতা বন্দ্যোপাধ্যায় কে বলি আমাকে ছেড়ে দিন এটা আমার কাজ নয়, আমি এই যুদ্ধের সেপাই নই, কিন্তু কেন জানিনা উনি আমাকে ছাড়েন না। তবে এবার আমি কথা দিচ্ছি, আর নয় আমি এবার ছাড়বো। আমি আমেরিকায় মেয়ের কাছে গিয়ে বসে থাকবো, আসবোই না এখানে।