বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে বাংলাকে ফের একবার পাখির চোখ মোদী-শাহের! বাংলা থেকে অন্তত ৩৫ টি লোকসভা আসনের টার্গেট বঙ্গ বিজেপিকে দিয়ে গিয়েছেন অমিত শাহ।
সম্প্রতি বাংলাজুড়ে ব্যাক টু ব্যাক সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PmModi)। আর সেই সভা থেকে বাংলার ৪২ টি লোকসভা আসন থেকেই পদ্ম ফোটানোর ডাক দিয়েছেন তিনি।
যদিও ৩৫ টি আসনকে টার্গেট করে বাংলায় ঘুঁটি সাজাচ্ছে সুকান্ত-শুভেন্দুরা। আর এর মধ্যেই বাংলা থেকে বিজেপি ঠিক কতগুলি আসন পেতে পারে সেই সংখ্যা জানিয়ে দিলেন অমিত শাহ। একই সঙ্গে লোকসভা মুখে (Lok Sabha Election 2024) সন্দেশখালি ইস্যুতেও তৃণমূলকে আক্রমণ শানালেন তিনি।
গত লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বাংলা থেকে ১৮ টি আসনে জয় পেয়েছিল বিজেপি। গত বিধানসভা নির্বাচনে ৭৭ টি বিধানসভা আসনে জয় পেয়েছে। বর্তমানে রাজ্য প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছেন শুভেন্দু অধিকারীরা। সন্দেশখালি সহ একাধিক ইস্যুকে মাথায় রেখে লাগাতার রাজ্যের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন।
এই অবস্থায় সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। কেমন ফল হবে বঙ্গ বিজেপির? তা নিয়ে জোর জল্পনা। এর মধ্যেই দলের ‘অভ্যন্তরীণ হিসাব’ সামনে আনলেন শাহ। বলছেন, গত লোকসভা নির্বাচনে ১৮ আসনে বাংলা থেকে জিতেছিলাম। এবার ২৫ টি আসন পার করে যাব বলে আত্মবিশ্বাসী স্বরাষ্ট্রমন্ত্রী।
শুধু তাই নয়, তাঁর দাবি, একটা সময় বাংলায় দুজন বিধায়ক ছিল বিজেপির। এখন ৭৭ হয়েছে। মজবুত ভাবে বিরোধীতা পালন করছে বিজেপি। তবে দেশের সুরক্ষার প্রয়োজনে পশ্চিমবঙ্গে বদল দরকার বলেও মন্তব্য করেছেন শাহ। সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। সেখানেই এই কথা বলেন মোদীর ডেপুটি।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সন্দেশখালির কথাও তুলে ধরেছেন। শাহ বলেন, যেভাবে ইডির উপর হামলা হয়েছে তা নিন্দনীয়। এমনকি মহিলাদের অত্যাচারের ঘটনাও মেনে নেওয়া যায় না। গোটা দেশের বাংলার পাশে দাঁড়ানো উচিত। বাংলায় দুর্নীতির সরকার চলছে বলেও তোপ অমিত শাহের।
অন্যদিকে এবার লোকসভা নির্বাচনে ৪০০ পারের স্লোগান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশে কেমন ফল করবে তাও জানিয়েছেন। শাহের কথায়, দেশের মানুষ নরেন্দ্র মোদীকে সমর্থন জানানো জন্য বসে আছে। অভিজ্ঞতা বলছে, এবার ৩৭০ আসনে জিতবে বিজেপি। এনডিএ দেশে ৪০০ পার করবে। মানুষের ভালোবাসা যাতে ভোটবাক্সে দেখান সেই আবেদনও রাখেন শাহ।